অর্থ-বাণিজ্য
জেসিআই’র নির্বাচন
প্রেসিডেন্ট কাজী ফাহাদ, রাফি ডেপুটি প্রেসিডেন্ট
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন
তরুণ ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল- জেসিআই'র বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশের উদীয়মান ব্যবসায়ী নেতা কাজী ফাহাদ এবং ডেপুটি প্রেসিডেন্ট হয়েছেন আরেফিন রাফি আহমেদ। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে সংগঠনের সাধারণ সভায় ভোটাভুটির মাধ্যমে আগামী এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়। মিস্টার ফাহাদ কাজী ইন্ডাস্ট্রি ও কাজী প্রিন্টিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান। আরেফিন রাফি আহমেদ একজন সফল উদ্যোক্তা এবং পালস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ভোটাভুটিতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিদায়ী প্রেসিডেন্ট মো. জিয়াউল হক ভূঁইয়া। কমিশনার ছিলেন জেসিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মসুদ মান্নান এবং শাখাওয়াত হোসেন মামুন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যবসায়ীদের একটি আন্তর্জাতিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে। ১২০টির বেশি দেশে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম রয়েছে। ২ লাখের বেশি তরুণ এর সদস্য। তরুণদের দক্ষতা বাড়ানো এবং ব্যবসায়িক জ্ঞানচর্চায় বাংলাদেশে জেসিআই নিরলসভাবে কাজ করে চলেছে।