ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

নোভার্টিস বাংলাদেশের শেয়ার অধিগ্রহণ করলো রেডিয়েন্ট ফার্মা

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ৫:১৫ অপরাহ্ন

mzamin

বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস সুইজারল্যান্ডের সকল শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউিটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে ৫ই ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নোভার্টিস সুইজারল্যান্ড ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মধ্যে শেয়ার হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে স্থানীয় ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাকি ৪০ শতাংশ শেয়ার যথারীতি বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। সরকারের পক্ষে প্রতিষ্ঠানটিতে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নোভার্টিস এজি তাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ চ্যাপ্টারের ব্যবসা স্থানীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সে পরিপ্রেক্ষিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. সিনা ইবনে জামালী (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্টের পক্ষে আরও উপস্থিত ছিলেন- রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্য ও ফার্মাসিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী, রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. একিউএম মহিউদ্দিন ও উপব্যবস্থাপনা পরিচালক তাসফিয়া জাহেদী। 
অন্যদিকে নোভার্টিস সুইজারল্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন সায়মন ইয়াং, এরিক ক্যারিও ও ড্যানিয়েল চে। এছাড়া এ সময় বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) ও যুগ্ম-সচিব মো আব্দুর রাজ্জাকসহ রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের ওষুধ খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। যাত্রার শুরু থেকেই রেডিয়েন্ট গুণগত মানসম্পন্ন ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে। এ চুক্তি রেডিয়েন্টের সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো বলেন, ‘আমাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে আমরা বাংলাদেশ চ্যাপ্টারের শেয়ার স্থানীয় কোনো স্বনামধন্য ওষুধ কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। এই রূপান্তর প্রক্রিয়া উভয় পক্ষের জন্য মঙ্গলজনক হবে বলে আমাদের বিশ্বাস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমাদের নতুন নতুন উদ্ভাবনী ওষুধের প্রাপ্যতা আরও সহজতর হবে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো।’

এ বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. সিনা ইবনে জামালী (অব.) বলেন, ‘নতুন ব্যবস্থাধীনে বাংলাদেশে নোভার্টিসের চলমান সব ধরনের পণ্যের সরবরাহ অব্যাহত থাকবে এবং আরও জোরদার হবে। যে উদ্দেশ্যে নোভার্টিস বাংলাদেশ রেডিয়েন্টর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হবে বলে আমাদের বিশ্বাস।’

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০০৫ সালে কার্যক্রম শুরু করে। এরপর ২০১১ সালে তারা ফার্মাসিল লিমিটেড নামে একটি বাংলাদেশি কোম্পানি এবং ২০২০ সালে জুলফার বাংলাদেশ লিমিটেড নামে আরব আমিরাতের একটি কোম্পানি অধিগ্রহণ করে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস শুরু থেকেই ওষুধের মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রেডিয়েন্ট বাংলাদেশের ওষুধ শিল্পে অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে রেডিয়েন্ট দেশের বাজারে প্রায় দেড় শতাধিক ওষুধ বাজারজাত করে।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status