ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

সাড়ে ২২ হাজার কোটি টাকা পেলো ৬ ব্যাংক, রোববার থেকে সংকট কাটছে: গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৬ অপরাহ্ন

mzamin

নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ৬টি ব্যাংককে তারল্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। নতুন করে ছাপানো টাকার পরিমাণ ২২ হাজার ৫০০ কোটি টাকা। আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। আর সংকট থাকবে না। তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, আমি আগে বলেছিলাম, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে না। আগের সে অবস্থান থেকে সাময়িক পিছিয়ে এসেছি। 

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘সংকটে থাকা ব্যাংকগুলোকে ২২ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ। টাকা ফেরত পাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এ চিন্তা আমাদের।’
তিনি বলেন, ৬টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তবে এ টাকা বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে তুলে নেয়া হবে, যাতে মূল্যস্ফীতি না বাড়ে। সংকুলানমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হবে, গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথাব্যথা বাংলাদেশ ব্যাংকের।
এ সময় আহসান এইচ মনসুর আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে।

গভর্নর বলেন, আমরা একদিকে তারল্য দেবো, অন্যদিকে পুরানো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেবো। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে।’
গত ১৩ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হবে না।

পাঠকের মতামত

আগের সরকার ব্যাংককে ছাপিয়ে টাকা দিত দুর্নীতির পৃষ্ঠপোষক হিসাবে আর বর্তমান অন্তর্বর্তী সরকার ছাপিয়ে টাকা দিচ্ছে ব্যাংককে টিকিয়ে রাখার জন্য ।

আলমগীর সারওয়ার
২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:১৬ অপরাহ্ন

আলহামদুলিল্লাহ জরুরি উদ্যোগ ছিলো। তবে পাচার করা অর্থ ও খেলাপী ঋণ অবশ্যই উদ্ধার করতে হবে।

Akkel
২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৮ অপরাহ্ন

“ গত ১৩ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হবে না। “ ক্ষমতায় না থাকলে অনেক বড় বড় কথা বলা যায় । বাস্তবতা অনেক কঠিন ।

Islam
২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৭ অপরাহ্ন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে গভর্নর/ টাকা পাচার করে যারা বিদেশে সম্পদ গড়েছে, তাদের ছাড় নয়

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status