ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

গাজীপুরে চার কারখানায় শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

 বকেয়া বেতন, কারখানা চালুর দাবি এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে গাজীপুরের চারটি পোশাক কারখানার শ্রমিকরা। নগরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক,  গাজীপুরা এলাকার তারাটেক্স লিমিটেড ও জেলার সদর উপজেলার বাঘের বাজার এলাকার লিথি গ্রুপের কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এ সময় ঢাকা-ময়মনসিংহ ও কালীয়াকৈর- নবীনগর মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। কোনাবাড়ী এলাকার এমএম নিটওয়্যার লিমিটেড কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে শ্রমিকদের হামলায় কারখানার সিকিউরিটি ইনচার্জ মো. আজিজুর রহমান (৪৫) ও শিল্প পুলিশের কনস্টেবল নাহিদ হোসেন (২৮)সহ কয়েকজন আহত হয়েছেন। 
গাজীপুর শিল্প এলাকার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, গতকাল সকালে কোনাবাড়ী এলাকার এমএম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা তাদের কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি শুরু করে। কয়েকদিন আগে শ্রমিক আন্দোলনের সময় কারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইন অনুযায়ী এমএম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেডের বেশকিছু শ্রমিক ছাঁটাই করা হয়। ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের সকল পাওনাদি বুঝে নিলেও ফের চাকরি ফিরে পেতে কারখানা গেটে জড়ো হয়। তাদের কাজে ফিরিয়ে নেয়ার জন্য ওই কারখানার অন্য শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করতে থাকে তারা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)র কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অক্টোবর মাসে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাশিমপুরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা পাশের চক্রবর্তী এলাকার কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক অবরোধ করে। দুপুর তিনটা পর্যন্ত এই অবরোধ চলছিল। তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় লিথি গ্রুপের অ্যাপারেলস-২১ লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খোলার দাবিতে সকাল ৯টা থেকে আধাঘণ্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বুধবার সকাল ন’টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকার তারাটেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা তাদের গত মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে একঘণ্টার মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status