বিশ্বজমিন
চীনে ব্যায়ামরতদের উপর গাড়ি হামলা, নিহত ৩৫
মানবজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৭ অপরাহ্ন
চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক গাড়ি হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে কয়েক দশকের মধ্যে এটিই চীনে সবচেয়ে প্রাণঘাতী গাড়ি হামলার ঘটনা। পুলিশ জনিয়েছে সোমবার চীনের ঝুহাইয়ের একটি স্পোর্টস সেন্টারে ব্যায়ামরত মানুষকে ইচ্ছাকৃতভাবে চাপা দেন গাড়ির চালক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, পুলিশ এই ঘটনাকে ‘গুরুতর এবং ভয়ঙ্কর হামলা’ হিসেবে অভিহিত করেছে। যাতে আহত হয়েছেন আরও ৪৫ জন। হামলাকারী ব্যক্তির নাম ফ্যান। ৬২ বছর বয়সী এই চালক বিবাহবিচ্ছেদের জেরে মনক্ষুণ্ন হয়ে এমন ভয়াবহ কাজ করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।
ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় ওই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। আহতদের স্থানীয় ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরকম একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা ২০ জনের বেশি আহত ব্যক্তিকে তাদের হাসপাতালে ভর্তি করেছে। ওই স্পোর্টস সেন্টারে নিয়মিত শত শত বাসিন্দা জমায়েত হন। সেখানে তারা ট্র্যাকে দৌড়াতে পারেন, ফুটবল খেলতে পারেন ও সামাজিক নৃত্যে অংশ নিতে পারেন। এই ঘটনার পর সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে।