বিশ্বজমিন
সুইং স্টেটগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১০ অপরাহ্ন
সুইং স্টেটগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের মধ্যে। এ পর্যন্ত পাওয়া তথ্যে অ্যারিজোনায় ডনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত সমর্থন পেয়েছেন শতকরা ৪৯.৬ ভাগ। কমালা ৪৯.৫ ভাগ। জর্জিয়াতে ট্রাম্পকে সমর্থন করছেন শতকরা ৫২ ভাগ ভোটার। কমালা পেয়েছেন শতকরা ৪৮.২ ভাগ সমর্থন। মিশিগানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমালা হ্যারিস। এখানে কমালাকে সমর্থন করেছেন শতকরা ৫০.৯ ভাগ এবং ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৪৭.৩ ভাগ ভোটার। নেভাদায় এখনও ভোটের ফল পাওয়া যায়নি। নর্থ ক্যারোলাইনায় কমালা হ্যারিসকে সমর্থন করেছেন শতকরা ৪৭.৯ ভাগ ভোটার। ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৫০.৭ ভাগ ভোটার। পেনসিলভ্যানিয়াতে ট্রাম্পকে সমর্থন করেছেন শতকরা ৫১.৩ ভাগ ভোটার। কমালা হ্যারিসকে সমর্থন করেছেন ৪৭.৭ ভাগ ভোটার। উইসকনসিনে শতকরা ৫০.২ ভাগ ভোটার সমর্থন করছেন ট্রাম্পকে। কমালাকে সমর্থন করছেন শতকরা ৪৮.২ ভাগ ভোটার। তবে এই ফল চূড়ান্ত নয়। এখনও ভোট গণনা চলছে। যেকোনো সময় ফল পরিবর্তন হতে পারে।