ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

রংপুরে জোড়া খুনের মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৪ নভেম্বর ২০২৪, সোমবার

রংপুরে জোড়া খুনের মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, পীরগঞ্জ উপজেলার নন্দপুর ফতেপুর গ্রামের মজিবর মণ্ডলের ছেলে হারুন মণ্ডল ও আব্দুর রশিদ ওরফে নান্নু মণ্ডল এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলো আবুল হোসেনের ছেলে আকমল হোসেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিল। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮শে জুলাই সকালে আব্দুর রাজ্জাক মণ্ডল, শামসুল মণ্ডল নিজেদের জমিতে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিতে থাকলে আপন চাচাতো ভাই হারুন মণ্ডল, নান্নু মণ্ডল ও আকমল হোসেন তাদের ওপর লাঠি দিয়ে আক্রমণ চালায়। এতে শামসুল মণ্ডলের ডান পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হলে আব্দুর রাজ্জাক মণ্ডল এগিয়ে আসেন। এ সময় হারুন মণ্ডল কোদাল দিয়ে রাজ্জাক মণ্ডলের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে পাশের জমিতে কাজ করতে থাকা আজিজ মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম এগিয়ে আসলে নান্নু মণ্ডল কোদাল দিয়ে রফিকুল ইসলামের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় সময় আব্দুর রাজ্জাক মণ্ডল ও রফিকুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে ওইদিনই তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় রাজ্জাক মণ্ডলের মেয়ে আরিফা খাতুন বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালতের বিচারক ২ আসামির মৃত্যুদণ্ড ও এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার বাদী আরিফা খাতুন বলেন, আজ আমি বাবা হত্যার ন্যায় বিচার পেয়েছি। আদালতে রায়ে আমি সন্তুষ্ট। আমি চাই আসামি পক্ষ যদি উচ্চ আদালতে আপিল করে তবে যেন উচ্চ আদালত আজকের রায়ই বহাল রাখে। সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন বলেন, দীর্ঘ ৬ বছর আইনি লড়াই শেষে ডাবল হত্যা মামলার রায় হয়েছে। বাদীপক্ষের সঙ্গে আমি কথা বলেছি। তারা আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status