ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইউরোপিয়ান নেতাদের পছন্দ কমালা

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ২ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট প্রার্থী কমালা হ্যারিসকে পছন্দ বেশির ভাগ ইউরোপিয়ান নেতার। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ তার সম্পর্কে বলেছেন, আমি তাকে ভালভাবে জানি। তিনি অবশ্যই একজন ভাল প্রেসিডেন্ট হবেন। ওদিকে ন্যাটোকে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার কথা বলেছেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা ও প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প এই জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে না-ও নিতে পারেন। তবে ন্যাটো সম্পর্কে ট্রাম্পের অভিযোগ এখনও আছে। ধারণা করা হচ্ছে, তিনি ন্যাটোর অন্য যেসব মিত্র আছে তাদেরকে এই সংগঠনে প্রতিরক্ষা খাতে খরচ বৃদ্ধি করতে বলবেন। কারণ, এতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ দাতা যুক্তরাষ্ট্র।

ওদিকে গত ফেব্রুয়ারিতে এক মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেন ট্রাম্প। তিনি বলেন, যাদেরকে অপরাধী হিসেবে মনে করবে এমন ন্যাটো মিত্রদের ওপর রাশিয়াকে হামলা চালাতে বলবেন ট্রাম্প। উপরন্তু ইউরোপিয়ান নেতাদের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগে ট্রাম্প বিজয়ী হলে ভাটা পড়ে যাবে। এর কারণ, ট্রাম্প অধিক পরিমাণ জীবাশ্ম জ্বালানির পক্ষে প্রচারণা চালিয়েছেন। এর কারণ, তিনি বিদেশী জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে চান যুক্তরাষ্ট্রে।

অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের করা ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অব্যাহত রাখতে পারেন কমালা হ্যারিস। অব্যাহত রাখতে পারেন পরিবেশবান্ধব জ্বালানির পরিকল্পনা, ইউরোপের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সুযোগ সৃষ্টি করতে পারেন। তেল ও গ্যাস ভিত্তিক স্থিতিশীল প্রতিশ্রুতিতে তিনি ইউ-টার্ন নিতে পারেন বলে অভিযোগ আছে। একে ‘ফ্রাকিং’ বলে। ২০১৯ সালে প্রেসিডেন্সিয়াল প্রাইমারির সময় তিনি ফ্রাকিং বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে উল্লেখ্য, ভূপৃষ্ঠ থেকে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রযুক্তিই হলো ফ্রাকিং। পরিবেশবাদীদের অভিযোগ, এই পদ্ধতির ফলে অধিক পরিমাণ মিথেন গ্রাস নির্গমণ ঘটছে। কমালার এই প্রতিশ্রুতির সমালোচনা করেন ট্রাম্প। সেপ্টেম্বরে পেনসিলভ্যানিয়াতে প্রেসিডেন্সিয়াল বিতর্ক হয় হ্যারিস এবং ট্রাম্পের মধ্যে। সেখানে কমালা হ্যারিস বলেন, আমি ফ্রাকিং বন্ধ করবো না। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি সেটা বন্ধ করিনি।

 

পাঠকের মতামত

trump হচ্ছে একটা বিশ্ব টাউট, ইনডিয়ার দালাল ও মিথ্যাবাদী।

সোহাগ
২ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:৩৩ অপরাহ্ন

Trump jocker,not leader....lady killer..

A Hayat Choudhury
২ নভেম্বর ২০২৪, শনিবার, ১:৪১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status