অর্থ-বাণিজ্য
বাজেট সহায়তায় জাইকা অর্থায়ন করবে আশা অর্থমন্ত্রীর
অর্থনৈতিক রিপোর্টার
(১ বছর আগে) ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩১ অপরাহ্ন

জাপান উন্নয়ন সংস্থা জাইকা ভবিষ্যতে বাংলাদেশে অর্থায়ন বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমার বিশ্বাস, ভবিষ্যতের বৈশ্বিক অনিশ্চয়তা বিবেচনা করে প্রয়োজনীয় বাজেট সহায়তাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়ন আরও বৃদ্ধি করবে জাইকা।’ সোমবার জাইকা প্রেসিডেন্ট আকিহিকো তানাকার সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সচিবালয়ে এ সভা হয়। এক বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ মহামারির শুরুতে জাপান বাংলাদেশকে যে বাজেট সহায়তা দিয়েছে, তা বাংলাদেশ ও জাপান উভয় দেশের ইতিহাসে প্রথম। এটি আমাদের কোভিড-১৯ মহামারির নেতিবাচক প্রভাব প্রশমিত করতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত সংকট মোকাবিলায় সাহায্য করেছে। জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী।’ জাইকা প্রেসিডেন্ট আকিহিকো তানাকা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে প্রতিবেশী দেশের চেয়ে অনেক এগিয়ে। সহযোগিতার সফল বাস্তবায়নের কারণে এ মুহূর্তে জাপানের সরকারি উন্নয়ন সহযোগিতার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অন্যতম। বিভিন্ন সামাজিক সূচকে অগ্রগতি অর্জনের মাধ্যমে উন্নয়নের একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে বাংলাদেশ। এ সফরে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্রটা নিজের চোখে দেখে তার এই উপলব্ধি হয়েছে বলে জানান।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
বেশি মূল্যে ডলার কেনাবেচা/ ১৩ ব্যাংকের ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে দুই অর্থনীতিবিদ/ ব্যাংক ও রাজস্ব খাত এভাবে চলতে পারে না

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]