ঢাকা, ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

দীর্ঘতম পথ অতিক্রমে সক্ষম নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

দক্ষিণ কোরিয়া এবং জাপানের দাবি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যেটি ৮৬ মিনিটের বেশি সময় ধরে আকাশে উড়তে সক্ষম হয়েছে এবং সমুদ্রে পড়ার আগে ১,০০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে। উত্তর কোরিয়া এখন পর্যন্ত যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার মধ্যে এটিই দীর্ঘতম পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়, সিউল এবং পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর আসল। বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলের সমুদ্রের দিকে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে পিয়ংইয়ং।

উচ্চকোন থেকে ছোড়া আইসিবিএম নামের দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রায় ৭ হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল। এর অর্থ হচ্ছে যদি এই ক্ষেপণাস্ত্রটি সমান্তরালভাবে উৎক্ষেপণ করা হয় তবে এটি আরও বেশি দূরত্ব অতিক্রম করবে।

একদিন আগেই দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দারা সেদেশের সংসদ সদস্যদের জানিয়েছিলেন, উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারে, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও তারা এবার পরীক্ষা করতে চলেছে।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, মিসাইলটি তাদের ওকুশিরি দ্বীপের থেকে তিনশ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি জানিয়েছেন, অন্ততপক্ষে একটি আইসিবিএম পর্যায়ের ব্যালেস্টিক মিসাইল পিয়ংইয়ং থেকে উত্তরপূর্ব দিকে ছোড়া হয়েছে। এটা এক হাজার কিলোমিটার দূরত্ব পার করেছে। মিসাইলের সবচেয়ে বেশি উচ্চতা ছিল সাত হাজার ফিট। নাকাতানি বলেছেন, উত্তর কোরিয়া এখনো পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এই মিসাইলটি সবচেয়ে বেশি সময় ধরে গেছে। তাই বর্তমানে চালু ক্ষেপণাস্ত্রগুলি থেকে এটি আলাদা। যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে।

অন্যদিকে উত্তর কোরিয়ার এই উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় নতুন করে তাদের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া।

পাঠকের মতামত

অস্ত্র প্রতিযোগিতা ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এখন তুরস্ক, ইরান, পাকিস্তান ও উত্তর কোরিয়া অত্যাধুনিক অস্ত্র প্রতিযোগিতায় কিছুটা ভারসাম্য ফিরিয়ে এনেছে। বাংলাদেশকেও এখন অত্যাধুনিক অস্ত্র প্রতিযোগিতায় দ্রুত ঢুকতে হবে। মনে রাখতে হবে উচ্চ মানের সামরিক প্রস্তুতিই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।

হারুন রশিদ মোল্লা
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৬ অপরাহ্ন

নিন্দা জানানো ছাড়া উপায় নাই। কারণ উত্তর কোরিয়ার হাতে অত্যাধুনিক অস্ত্র আছে। আমেরিকা সহ পশ্চিমাদের উদ্দেশ্য ছিল অন্য দেশ অস্ত্রের অধিকারী হবে না। যাতে তাদের আধিপত্য অক্ষূন্ন থাকে । কিন্ত এখন চীন, ভারত, পাকিস্তান, ইরান ও উত্তর কোরিয়ার হাতে অত্যাধুনিক অস্ত্র। এখন একটি ভারসাম্য হবে । আধিপত্য বাদ বন্ধ হবে ।

Kazi
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:১৮ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status