ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

মার্কিন নির্বাচনে যিনিই জয় পাক, দুর্বল হবে গণতন্ত্র: জরিপ

মানবজমিন ডেস্ক

(৪ মাস আগে) ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০১ অপরাহ্ন

mzamin

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যিনিই জয়ী হোক, তাতে গণতন্ত্রই দুর্বল হবে বলে মনে করছেন আমেরিকার প্রায় অর্ধেক ভোটার। তারা দেশটির রাজনৈতিক সহিংসতা, নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং গণতন্ত্রের জন্য বৃহত্তর প্রভাব সম্পর্কে বেশ শঙ্কিত। এই শঙ্কার মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ক্রমশ উদ্বিগ্ন আমেরিকার প্রায় অর্ধেক ভোটার। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে মার্কিন নির্বাচনে ভোটারদের এমন হতাশার চিত্র। 

অনলাইন এনডিটিভির এক খবরে বলা হয়েছে, দ্য অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ কর্তৃক পরিচালিত একটি জরিপের ফলাফল অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ৪০ শতাংশ বলেছেন যে, তারা নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার সহিংস প্রচেষ্টার বিষয়ে ‘অত্যন্ত’ বা ‘খুব’ উদ্বিগ্ন।

এই উদ্বেগের পেছনের কারণ হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি। ক্রমাগতভাবে ট্রাম্প দাবি করছেন যে, নির্বাচনী জালিয়াতি হলেই তিনি নির্বাচনে পরাজিত হবেন। 

নিবন্ধিত ভোটারদের প্রায় ৯০ শতাংশ বিশ্বাস করেন যে, প্রতিটি রাজ্যে ভোট গণনার পর বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল হেরে মেনে নেয়া উচিত। এক্ষেত্রে মাত্র এক-তৃতীয়াংশ ভোটার মনে করেন যে, ফলাফল স্বীকার করে নেবেন ট্রাম্প। 

রিপাবলিকান ভোটারদের প্রায় দুই-তৃতীয়াংশ মনে করেন, ট্রাম্প স্বীকার (পরাজয়) করবেন; তবে এ বিষয়ে ডেমোক্রেটদের প্রতি ১০ জনে মাত্র ১ জন রিপাবলিকানদের সমর্থন করেছে। বিপরীতভাবে, ১০ জনের মধ্যে প্রায় ৮ জন ভোটার (যার মধ্যে রিপাবলিকানও রয়েছে) বিশ্বাস করেন যে, কমালা হ্যারিস ফলাফল মেনে নেবেন এবং হেরে গেলে তা স্বীকার করবেন। 

গণতন্ত্রের প্রশ্নে, ডেমোক্রেট এবং রিপাবলিকানরা তাদের মতামত নিয়ে বিভক্ত। প্রায় অর্ধেক ভোটার বিশ্বাস করেন যে, ট্রাম্প গণতন্ত্রকে ‘অনেক’ বা ‘কিছুটা’ দুর্বল করে দেবেন। অন্যদিকে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসের ক্ষেত্রেও ৪০ শতাংশ ভোটার একই মন্তব্য করেছেন।

এটা আশ্চর্যের বিষয় নয় যে, একটি গভীর মতাদর্শগত ব্যবধান বিভক্ত হয়ে পড়েছে আমেরিকানরা। এই বিভক্তির একটি কারণ হচ্ছে মার্কিন ক্যাপিটলে ৬ই জানুয়ারির হামলা, যার জন্য ট্রাম্পকেই ‘অনেক বেশি’ বা ‘কিছুটা’ দায়ী করে ডেমোক্রেট এবং স্বতন্ত্ররা। 

৬ই জানুয়ারির হামলা ছাড়াও আরও অনেক প্যারামিটার রয়েছে যার ভিত্তিতে আমেরিকানরা মতাদর্শিক সংঘর্ষে জড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর একটি কারণ হচ্ছে জনপ্রিয় ভোটের বিপরীতে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য ইলেক্টোরাল কলেজ পদ্ধতি ব্যবহার করা।

বিশ্লেষকরা বলছেন, জাতির মধ্যে এমন বিভক্তি নির্বাচনের ব্যালট বাক্সের বাইরেও প্রতিফলিত হবে। আমেরিকান গণতন্ত্রের ভিন্ন রূপ বিশ্বজুড়ে অন্যরকম প্রভাব বিস্তার করতে পারে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status