অর্থ-বাণিজ্য
পুঁজিবাজারের বড় দরপতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বিএসইসি'র
অর্থনৈতিক রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২৭ অক্টোবর ২০২৪, রবিবার, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন
শেয়ারবাজারের সাম্প্রতিক বড় দরপতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমানকে। আর অন্য সদস্যরা হলেন- বিএসইসির উপপরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।
রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই তদন্ত কমিটি গঠন করেছে।
তদন্ত কমিটি গঠনসংক্রান্ত বিএসইসির আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজার দরপতনের ধারায় রয়েছে। এই পতনকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে হচ্ছে। এ কারণে বিনিয়োগকারীদের স্বার্থে দরপতনের কারণ খতিয়ে দেখা দরকার। এ জন্য গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে কমিশনে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়।
কমিটিকে বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। এ জন্য সুনির্দিষ্ট কার্যপরিধিও নির্ধারণ করে দেয়া হয়। যার মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের টানা পতনের কারণ অনুসন্ধান, এ সময়ে শেয়ারবাজারে গুজব ছড়ানোর সঙ্গে কোনো ব্যক্তি জড়িত রয়েছেন কি না তা খুঁজে দেখা, দরপতনের পেছনে আকস্মিক কোনো ঘটনা রয়েছে কি না ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে করণীয় বিষয়ে সুপারিশ করবে কমিটি।
বিএসইসির পক্ষ থেকে এমন এক সময়ে এই তদন্ত কমিটি করা হয়েছে, যখন টানা পতনে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ হাজারের নিচে নেমে এসেছে। রোববার এক দিনে ডিএসইএক্স সূচকটি ১৫০ পয়েন্ট বা ৩ শতাংশ কমেছে। তাতে এ সূচকটি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। শেয়ারবাজারের টানা এই পতনের প্রতিবাদে কয়েক শ বিনিয়োগকারী আজ মতিঝিলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
Thanks manabjamin for publishing the protest report