বিশ্বজমিন
ইরানে ইসরাইলের হামলা, উদ্বিগ্ন রাশিয়া
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন
ইরানে ইসরাইলের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ইরান ও ইসরাইলের মধ্যে শত্রুতাকে তারা ‘উত্তেজনার বিস্ফোরণ’ বলে অভিহিত করেছে। শনিবার ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। এরপর বিশ্ববাসী, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রায় সব মুসলিম দেশ এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমরা সব পক্ষের প্রতি সংযুত আচরণের আহ্বান জানাই। সহিংসতা বন্ধের আহ্বান জানাই। বিপর্যয়কারী পরিস্থিতি সৃষ্টি হয় এমন ঘটনা প্রতিরোধের আহ্বান জানাই। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।
ইসরাইলের অন্তীম সময় সন্নিকট । তাই ইরানের উপর হামলা চালাল । ইরান এর উচিত সমূচিত জবাব দেওয়া । ইসরাইলের অভ্যন্তরে তুমুল আক্রমণ।
কি দারুন - ইসরাঈলের বন্ধুরা ইসরাঈলকে ইরানে হামলার জন্য অস্র ও সমর্থন দিচ্ছে আবার ইরানের পাল্টা হামলা থেকে বাঁচার জন্য সবরকমের অস্রও দিচ্ছে অন্যদিকে ইরানের বন্ধুরা শুধু বিবৃতি দিয়েই দ্বায় সেরেছে ---কথাটা আসলেই সত্যি। সব মুসলিম রাষ্ট্র গুলুকে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে এর চরম মূল্য দিতে আমাদের।
কি দারুন - ইসরাঈলের বন্ধুরা ইসরাঈলকে ইরানে হামলার জন্য অস্র ও সমর্থন দিচ্ছে আবার ইরানের পাল্টা হামলা থেকে বাঁচার জন্য সবরকমের অস্রও দিচ্ছে অন্যদিকে ইরানের বন্ধুরা শুধু বিবৃতি দিয়েই দ্বায় সেরেছে ---