দেশ বিদেশ
‘ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে’
স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০২৪, সোমবারআধুনিক শিক্ষায় শিক্ষিত যুবকদের ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার জাপানের নাগোয়া উত্তর এবং দক্ষিণ শাখা আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবকদেরকে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইকামাতে দ্বীনের কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ।
প্রবাস জীবনে হালাল রুজি অর্জনের পাশাপাশি আদর্শ মুসলিম পরিবার এবং সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা হলো ইসলামী আন্দোলনের প্রাণ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামে ইজম বা মনগড়া মতবাদের কোনো স্থান নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং কোরআন ও হাদিসই হলো তার একমাত্র মানদণ্ড।
বৈঠকে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম মল্লিক। এতে আরও উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপান-এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ, জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ, নাগোয়া দক্ষিণ শাখার সভাপতি আজিম আহমেদ ভূঁইয়া, শাহ আলম শিকদার প্রমুখ।