দেশ বিদেশ
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে হবে ৪ শতাংশ বিশ্বব্যাংকের পূর্বাভাস
অর্থনৈতিক রিপোর্টার
১১ অক্টোবর ২০২৪, শুক্রবারচলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমবে। প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৪ শতাংশ। গতকাল প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট’-এ বিশ্বব্যাংক এমন পূর্বাভাস দিয়েছে। চলতি অর্থবছরে ৫.৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে এর আগে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। কিন্তু এখন সেখান থেকে ১.৭ শতাংশ পয়েন্ট কমিয়ে নতুন পূর্বাভাস দিলো সংস্থাটি। গত সরকারের আমলে ঘোষিত বাজেটে চলতি অর্থবছরে ৬.৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শ্লথ হয়ে ৩.২ শতাংশ থেকে ৫.২ শতাংশের মধ্যে থাকবে।
বিশ্বব্যাংক ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে পাকিস্তানের ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে দক্ষিণ এশিয়ার অন্য দেশের কয়েকজন সাংবাদিক যুক্ত হন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্র্যানজিসকা ওহসর্জ বলেন, মূলত নীতি অনিশ্চয়তা এবং সাম্প্রতিক বন্যার কারণে তারা বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাসে নিম্নমুখী সংশোধন এনেছেন।
বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে রাজনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও শিল্পের প্রবৃদ্ধি কমে যেতে পারে। এ ছাড়া সাম্প্রতিক বন্যার কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৫.৮২ শতাংশ। তবে বিশ্বব্যাংক বলেছে, তাদের প্রাক্কলন হলো গত অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫.২ শতাংশ। গত বছরের ক্ষেত্রেও তার নিম্নমুখী সংশোধন এনেছে। বিশ্বব্যাংকের আগের প্রাক্কলন ছিল, গত অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫.৬ শতাংশ। এদিকে চলতি বছরে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পূর্বাভাসে এর আগে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬ শতাংশের কথা বলা হলেও এবার তা বাড়িয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে। প্রবৃদ্ধি বাড়ার ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও শ্রীলঙ্কা-পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। যদিও এপ্রিলের পূর্বাভাসে বলা হয়েছিল ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির কথা।
বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, দ্রুত বর্ধনশীল উদীয়মান অর্থনীতির অঞ্চল হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। আগামী দুই বছর এই অঞ্চলের প্রবৃদ্ধি হতে পারে ৬.২ শতাংশ। চলতি অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ২.৮ শতাংশ, যা আগের পূর্বাভাস ২.৩ শতাংশ থেকে বেশি।
কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। চলতি অর্থবছরে দেশটির প্রবৃদ্ধি হতে পারে ৪.৪ শতাংশ।
২০২৪-২০২৫ অর্থবছরে নেপালের অর্থনৈতিক পূর্বাভাস ৪.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫.১ শতাংশ করা হয়েছে। তাছাড়া ভুটানের প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ দশমিক ৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ২ শতাংশ করা হয়েছে। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৪ শতাংশে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক। যদিও এর আগে ৫.৭ শতাংশের পূর্বাভাস দেয়া হয়েছিল।