ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সেমিনারে বিশেষজ্ঞরা

লাইব্রেরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সময়ে দাবি

স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ১১:৫৫ অপরাহ্ন

mzamin

গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতি (বেলিড) আয়োজিত লেকচারে বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের লাইব্রেরিগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর প্রয়োগ এখন সময়ের দাবি। ঢাকায় গ্রন্থাগার ও তথ্য পেশাজীবী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা ওই লেকচারে অংশ নেন। বেলিড সভাপতি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্ব এবং সংগঠনটির সহ-সভাপতি রেজিনা আলমের সঞ্চালনায় ধানমন্ডিস্থ উইমেন ভলান্টারি এসোসিয়েশন মিলনায়তনে সম্প্রতি "এপ্লিকেশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন লাইব্রারিস" শীর্ষক লেকচার অনুষ্ঠিত হয়। বেলিড মহাসচিব এ, কে, এম, নুরুল আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা মমতাজ। বিশেষ অতিথির  বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধাপক ড. মো: রোকনুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনলজি এর পরিচালক অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন। লেকচার প্রোগ্রামে যৌথভাবে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর গ্রন্থাগারিক (অব:) ড. মুহাম্মদ হোচ্ছাম হায়দার চৌধুরী ও সহকারি পরিচালক মোঃ মুবাশ্বির আহসান। প্রধান অতিথির বক্তব্যে ড. সালমা মমতাজ জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আধুনিক গ্রন্থাগার সেবা ও নানা প্রশিক্ষণে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। বিশেষ অতিথি অধাপক ড. মো: রোকনুজ্জামান শিক্ষার্থীদের নতুন নতুন বিষয়ে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি অধ্যাপক মাইনুল হোসেন এ আই এর ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন এবং উল্লেখ করেন বাংলাদেশের তরুন ও যুবক শিক্ষার্থীগণ অনেক মেধাবী এবং এরা দেশী বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন অলিম্পিয়াডে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমান রাখছে। 
শতাধিক পেশাজীবী ও শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তারা এ আই'র প্রায়োগিক চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status