অর্থ-বাণিজ্য
ইমার্জিং রিটেইল কোম্পানি অফ দ্য ইয়ার ২০২৪ পেলো মিনিসো বাংলাদেশ
অর্থনৈতিক রিপোর্টার
(৮ মাস আগে) ৬ অক্টোবর ২০২৪, রবিবার, ৭:১১ অপরাহ্ন

রিটেইল অ্যাওয়ার্ড ২০২৪ এ ‘ইমার্জিং রিটেইল কোম্পানি অফ দ্য ইয়ার ২০২৪’ পেলো মিনিসো বাংলাদেশ। বর্তমান সময়ে সবচেয়ে আকর্ষণীয় শপিং ডেস্টিনেশনের মধ্যে অন্যতম হচ্ছে মিনিসো বাংলাদেশ। বাংলাদেশে কিউট প্রোডাক্ট এবং অফিসিয়াল আইপি ক্যারেক্টার ক্রয় করার জন্য অন্যতম পছন্দের স্টোর হচ্ছে মিনিসো। মিনিসোতে আছে ছোট বড় সকলের জন্য কিছু না কিছু। যার কারণে খুব অল্প সময়ে মিনিসো হয়ে উঠেছে সকলের কাছে অত্যন্ত জনপ্রিয়।
ব্র্যান্ড ফোরাম আয়োজিত রিটেইল অ্যাওয়ার্ড ২০২৪-এ বাংলাদেশের অন্য রিটেইল কোম্পানিকে পেছনে ফেলে ‘ইমার্জিং রিটেইল কোম্পানি অফ দ্য ইয়ার ২০২৪’ পেলো মিনিসো বাংলাদেশ। এছাড়া বেস্ট রিটেইলার (লাইফ স্টাইল) ২০২৪ এ সম্মাননা পুরুষ্কার পেয়েছে মিনিসো।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪ বিভিন্ন শিল্পের খুচরা কোম্পানিগুলোকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করেছে। সম্মানীত বিচারকমণ্ডলী ৩০০টি আবেদনের প্রেক্ষিতে ১৫টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।