ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে ৪ দিনের বিনিয়োগ মেলা শুরু

৫ অক্টোবর ২০২৪, শনিবার

‘সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন’- এ স্ল্লোগান সামনে রেখে সাভারের আশুলিয়ায় অবস্থিত একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে চারদিনব্যাপী বিনিয়োগ মেলা শুরু হয়েছে। এ মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত। গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেসে এ মেলার উদ্বোধন করা হয়।
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অব সেল্‌স রাফায়াতুল ইসলাম, হেড অব সেল্‌স মো. সাদ্দাম হোসেন, মানবসম্পদ বিভাগের প্রধান মো. ওবায়দুর রহমান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক। এ সময় সাদ্দাম হোসেন বলেন, ‘দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করে আসছে। সেইসঙ্গে সততার সঙ্গে বিনিয়োগকারীদের কাছে স্পেস/ফ্ল্যাট হস্তান্তর করে আসছে। সেই ধারাবাহিকতায় রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের বিনিয়োগ মেলার উদ্বোধন হয়েছে। এ মেলায় আমরা বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের প্রজেক্ট ইনচার্জ (বিক্রয়) নূর-এ-আলম সিদ্দিক ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের মো. রেজাউল করিম। সংশ্লিষ্টরা জানান, এ মেলায় ৭৫-৬৫৪ বর্গফুটের শপ, ৬৫০-৩২১০ বর্গফুটের অফিস ও ৪৩০-৫৪৮০ বর্গফুটের ফুডকোর্ট বিক্রয় চলছে। ৭৩ কাঠা জমির ওপর নির্মিত এ মার্কেটে থাকা বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস, ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক চারটি এস্কেলেটর ও চারটি ক্যাপসুল লিফ্‌ট এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এ ছাড়া এ মার্কেটের সামনে এবং পেছনে উভয়দিকে রাস্তা রয়েছে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status