দেশ বিদেশ
হিজবুল্লাহ্র কমিউনিকেশন কমান্ডার নিহত, সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরাইলের
মানবজমিন ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, শনিবার
লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর কমিউনিকেশন কমান্ডার মুহাম্মদ রাশিদ সাকাফিকে হত্যার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। তাদের দাবি বৃহস্পতিবার বৈরুতে এক হামলার মাধ্যমে হিজবুল্লাহর ওই কমান্ডারকে হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে ইসরাইল ডিফেন্স ফোর্স বলেছে, সাকাফি ২০০০ সাল হিজবুল্লাহর সঙ্গে ছিলেন। তিনি সংগঠনটির শীর্ষ নেতৃত্বের খুব অস্থাভাজন ছিলেন বলেও জানিয়েছে আইডিএফ। তবে ইসরাইলের এই দাবির প্রেক্ষিতে এখনো কোনো মন্তব্য করেননি হিজবুল্লাহ। অন্যদিকে লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী ভূগর্ভস্থ টানেলে হামলার দাবি করেছে ইসরাইলি বাহিনী। এক্সে দেয়া এক বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে তারা। বার্তায় আইডিএফ বলেছে, ইসরাইলের বিমান বাহিনী হিজবুল্লাহর একটি টানেলে হামলা চালিয়েছে। ইসরাইলের দাবি, টানেলটি অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করতো হিজবুল্লাহর যোদ্ধারা। টানেলের পাশাপাশি হিজবুল্লাহর স্থাপনা এবং বেশকিছু সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবিও করেছে ইসরাইল।