দেশ বিদেশ
চাকরির বয়সসীমা বৃদ্ধির কমিটির সঙ্গে ৩৫ প্রত্যাশীদের বৈঠক
স্টাফ রিপোর্টার
৪ অক্টোবর ২০২৪, শুক্রবারসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবির বিষয়টি বিবেচনার জন্য সাবেক সচিব আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। গতকাল এই কমিটির সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক করেছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এদিন সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে তারা। এতে বলা হয়েছে, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে দীর্ঘ ১২ বছর ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একাধিকবার আবেদনের প্রেক্ষিতে সরকার একটি কমিটি গঠন করে। গতকাল চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ, সদস্য সচিব মোহাম্মদ রাসেল, যুগ্ম আহ্বায়ক সোহেল আমিনসহ একটি প্রতিনিধি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের আহ্বানে বয়সসীমা বৃদ্ধি কমিটির সঙ্গে ৩৫ দাবি বাস্তবায়নে জরুরি মিটিং করেন। মিটিংয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমিরের পক্ষ থেকে ৩৫ দাবিকে যৌক্তিক হিসেবে সুপারিশকৃত ফাইল ও ৩৫ এর যৌক্তিকতা, বাস্তবতা তুলে ধরেন এবং তথ্য-উপাত্ত সম্বলিত সুপারিশকৃত ফাইলটি কমিশনের কাছে হস্তান্তর করেন। এতে বলা হয়, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের পক্ষ থেকে বয়সসীমা বৃদ্ধির কমিটিকে আহ্বান ও কড়া বার্তা দেয়া হয় যেন কোনোভাবেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর নিচে না হয়। এ বিষয়ে যৌক্তিকতা ও বাস্তবতা তুলে ধরা হয় এবং বিশেষ ক্ষেত্রে উন্মুক্ত বয়সসীমা রাখার জন্য সুপারিশ করা হয়। মিথ্যা মামলা প্রত্যাহার ও ৩৫ এর প্রজ্ঞাপন এই দু’টি দাবি ছিল শিক্ষার্থীদের। ইতিমধ্যে সরকার পক্ষ থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। অতি দ্রুত সময়ে সরকার ৩৫ এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে শিক্ষার্থী সমন্বয় পরিষদ। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটি আশ্বস্ত করেছে ৭ কর্মদিবসের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর বিষয়টি সুপারিশ আকারে প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হবে। দ্রুত সময়ের ভেতরে প্রজ্ঞাপন আকারে সরকার দাবি বাস্তবায়ন করবে সে বিষয়ে তারা আশ্বস্ত করেন।