ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

তিন বছরে ৪০০-৫০০ কোটি ডলার ঋণ দেবে ইসলামি উন্নয়ন ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৪ অপরাহ্ন

mzamin

আগামী তিন বছরে একটা প্যাকেজের আওতায় বাংলাদেশকে ৪ থেকে ৫ বিলিয়ন বা ৪০০ থেকে ৫০০ কোটি ডলার ঋণ দেবে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)। বিভিন্ন খাতের জন্য এ অর্থ দেবে জেদ্দাভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সচিবালয়ে আইডিবির রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সোলাইমানের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

সালেহউদ্দিন আহমেদ বলেন, নাসিস সোলাইমান তাকে জানিয়েছেন সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটসহ ভৌত অবকাঠামো নির্মাণে এ ঋণ দেয়া হবে। প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আশ্রয়কেন্দ্র নির্মাণেও ঋণের অর্থ ব্যয় করা যাবে। এ ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতেও ঋণ দেবে ইসলামি উন্নয়ন ব্যাংক।

এর আগে গত এপ্রিলে ২৮ কোটি ৯০ লাখ ডলারের ঋণ দিতে বাংলাদেশের সঙ্গে ৫ বছর মেয়াদি চুক্তি করেছিল আইএসডিবি। দেশের পল্লি ও শহরতলি এলাকায় বসবাসরত নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত, টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করতে চলমান একটি প্রকল্পের জন্য এই অর্থ দেয়া হচ্ছে।

আইএসডিবির অর্থায়নে ১৯৯৭ সালে ঢাকার আগারগাঁওয়ে একটি ২০ তলা বাণিজ্যিক ভবন এবং একটি চারতলা শপিং কমপ্লেক্স নির্মিত হয়। এবার হবে আইডিবি ভবন-২। এটিও হবে আগারগাঁওয়ে। এর জন্যও সংস্থাটি ডলারে যে ঋণ দেবে, তা পৌনে ২০০ কোটি টাকার সমপরিমাণ। এই ঋণের বিপরীতে কোনো সুদ নেবে না সংস্থাটি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, মোট ৩৬১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ১৫ তলা টুইন টাওয়ার নির্মাণ করা হবে।

সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের আরও জানান, আইএসডিবি একটি বহুজাতিক সংস্থা এবং দেশের বিভিন্ন খাতে এ সংস্থা সহযোগিতা করছে। তিনি বলেন, ‘সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। আমরা সাহায্য চেয়েছি। তারা সাহায্য করবে বলে জানিয়েছে। টুইন টাওয়ারের মতো কিছু যে হচ্ছে, সেখানেও তাদের সহায়তা থাকছে।’

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status