ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

এজিএম-নির্বাচন ছাড়াই বিহা’র কমিটি, নেতিবাচক প্রভাব পর্যটনে

অর্থনৈতিক রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৮:৫১ অপরাহ্ন

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশনের (বিহা) নতুন কমিটি গঠনে বার্ষিক সাধারণ সভা (এজিএম), নির্বাচন ও টিও রুলস অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে করে সংগঠনটিতে অস্থিরতা বিরাজ করছে, যার নেতিবাচক প্রভাব পর্যটন শিল্পের ওপর পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান এ সংগঠনটির সদস্য হিসেবে রয়েছেন থ্রিস্টার, ফোর স্টার ও ফাইভ স্টার মানের হোটেলের প্রায় অর্ধ শতকের বেশি উদ্যোক্তা। বিহা'র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের সত্বাধিকারি এইচএম হাকিম আলী। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। কিন্তু হঠাৎ করেই নির্বাচিত সভাপতির কাছ থেকে একটি সাদা কাগজে সই নিয়ে গত মধ্য আগস্টে বিহা'র ২০২৪-২৬ নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে (গোল্ডেন টিউলিপ) এর ব্যবস্থাপনা পরিচালক খালেদ উর রহমান সানিকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়। 
তথ্যমতে, সংগঠনটিতে বিধিবহির্ভূতভাবে দুজন ভাইস প্রেসিডেন্ট, ছয়জন কার্যনির্বাহী সদস্য এবং এইচএম হাকিম আলীকে সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে নতুন কমিটিতে রাখা হয়েছে। টিও রুলস মানা হয়নি জানতে পেরে তাদের অবৈধ কমিটির একজন ভাইস প্রেসিডেন্ট লংবিচ হোটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন। মূলত নতুন কমিটি গঠন নিয়েই বিহা’তে দ্বন্দ্বের সূত্রপাত। ইতিমধ্যে অবৈধ কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিহা’র বেশিরভাগ সদস্য। তারা বলছেন, বিহা’তে অতীতে এভাবে কোনো কমিটি গঠন হয়নি। সদস্যদের না জানিয়ে কমিটি গঠন করা হয়েছে। 
হোটেল দ্য কক্স টুডের সত্বাধিকারী মহিউদ্দিন খান খোকন, বিহা’র কো চেয়ারম্যান ও দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলের চিফ এক্সিকিউটিভ অফিসার শাখাওয়াত হোসেন, লেকসোর হোটেলের সত্বাধিকারী তারেক শামস ও লংবিচ হোটেল কক্সবাজারের সত্বাধিকারী আবুল কালাম আজাদ জানান, এভাবে কমিটি করার নজির বিহা’তে কখনো দেখা যায়নি। এটি একটি অবৈধ কমিটি। 
বাণিজ্য সংগঠন আইন ১৯৯৪ তে বলা হয়েছে, সংগঠনের সভাপতি, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির পরিচালকরা প্রতি দ্বিতীয় বছরে, গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন। এছাড়া টিও রুলস অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে এবং নির্বাচনের ফলাফল সমিতির বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করার বাধ্যবাধকতা রয়েছে। 
অভিযোগ রয়েছে, বিহা’র নতুন কার্যনিবাহী কমিটি গঠনের বিষয়টি বাণিজ্য সংগঠন আইন (টিও রুলস) অনুযায়ী হয়নি। 
নিজেকে নির্বাচিত সভাপতি দাবি করে এইচএম হাকিম আলী বলেন, আমি তো পদত্যাগ করেনি। এমনকি বার্ষিক সাধারণ সভাও আমরা ডাকেনি। অথচ তারা একটি কমিটি গঠন করেছে বলে দাবি করেছে। এটা বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী হয়নি। তবে দ্রুত শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠন করা হবে বলে আশা করছি। 
এ প্রসঙ্গে খালেদ উর রহমান সানি বলেন, মেয়াদ শেষ হওয়ায় আমরা সবাই বসে একটি কমিটি গঠন করেছি। বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী বর্তমান কমিটি হয়েছে কি না সে বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের আইনজীবীরা ভালো বলতে পারবেন। 
এদিকে এফবিসিসিআইয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক হাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীদের যেকোনো সংগঠনে কমিটি গঠন, বার্ষিক সাধারণ সভা এবং সদস্য নির্বাচন টিও রুলস অনযায়ী হতে হবে। 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status