বিশ্বজমিন
ট্রাম্প-কমালা বিতর্ক
অগ্নিঝরা বিতর্কে ট্রাম্পকে রক্ষণাত্মক অবস্থানে রেখেছেন কমালা
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১২ পূর্বাহ্ন
প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯ টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে মার্কিন দুই নেতা মুখোমুখি হন। ট্রাম্পকে তুলোধুনো করতে পিছপা হননি কমালা। এবারের প্রেসিডেন্ট বিতর্কে কমালার অগ্নিঝরা যুক্তিতে রক্ষণাত্মক অবস্থানে রয়েছেন ট্রাম্প। হ্যারিসের প্রচারণাকে উৎসাহিত করার জন্য, ইতোমধ্যেই পপ মেগাস্টার টেলর সুইফট তার ২৮৩ মিলিয়ন ফলোয়ারকে ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছিলেন যে, বিতর্কের পরপরই তিনি হ্যারিস এবং তার চলমান সাথী টিম ওয়ালজকে ৫ নভেম্বরের নির্বাচনে সমর্থন করবেন। ২৫ মিনিটের মধ্যে পোস্টটি প্রায় ২ মিলিয়ন বার লাইক হয়েছে। ৫৯ বছর বয়সী কমালার কাছে ৭৯ বছর বয়সী ট্রাম্পের অবস্থা কিছুটা নাজুকই বলা যায়। ট্রাম্পকে বিতর্কে বেশ ক্ষুব্ধ বলেই মনে হয়েছে। বিতর্কের এক পর্যায়ে, ট্রাম্পের প্রচারাভিযান সমাবেশকে ইঙ্গিত করে কমালা বলেন, জনতা প্রায়শই ক্লান্তি এবং একঘেয়েমি থেকে বাঁচতে দ্রুত ট্রাম্পের সমাবেশস্থল থেকে প্রস্থান করে। কমালার যুক্তির বিপরীতে কিছুটা হতাশ ট্রাম্প নিজেদের সবচেয়ে বড় সমাবেশ করার ইতিহাস আছে বলে দাবি করেন। উভয়ই ইউক্রেন এবং ইসরাইল প্রসঙ্গে কথা বলেছেন। ইউক্রেনে যুদ্ধ চান না বলে যুক্তি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ইসরাইল প্রসঙ্গে কমালা হ্যারিসকে লক্ষ্য করে ট্রাম্প বলেছেন, কমালা জিতলে দুই বছরের মধ্যে ইসরাইলের অস্তিত্ব মুছে যাবে। এর আগে কমালা তার বক্তৃতায় বলেছেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে, তবে কীভাবে করছে তা গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি নারীদের গর্ভপাতের বিষয়েও তার যুক্তি তর্ক উপস্থাপন করেন।
সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।
Vice President Kamala will win as US next President.