অর্থ-বাণিজ্য
আইপিডিসি ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস ২০২৩’- এর ৭ম আসর অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৪:৫৪ অপরাহ্ন
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দ্য ডেইলি স্টারের উদ্যোগে সমাজ পরিবর্তনে ভূমিকা পালনকারী দেশের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সংগ্রামী নারীদের সম্মাননায় ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ আয়োজিত হয়। আজ (০৯ সেপ্টেম্বর) ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ অনুষ্ঠিত এর ৭ম আসরে এমনই পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য এবছর যাদের পুরস্কৃত করা হয়েছে তাঁরা হলেন, মোছাঃ সুরাইয়া ফারহানা রেশমা (রাজশাহী), নাসিমা আক্তার, টিটু পাল (কক্সবাজার), আলপনা রানী মিস্ত্রি (সাতক্ষীরা) ও হ্লাক্রয়প্রু খেয়াং (বান্দরবান)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর চেয়ারম্যান আরিফুল ইসলাম, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ডিরেক্টর মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম প্রমুখ।
অ্যাওয়ার্ড প্রদানকালে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “গত তিন দশকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীরা অসামান্য অগ্রগতি সাধন করেছে। সমাজের সকল প্রতিকূলতা মোকাবেলা করে নিরলস প্রচেষ্টা ও একাগ্রতার সাথে বাংলাদেশের উন্নয়নে প্রকৃত অবদান রাখা এইসব নারীদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতির মাধ্যমে তাদের সংগ্রামের গল্প দেশের সকল নারীদের সামনে আসবে এবং অনুপ্রাণিত করবে বলে আমি আশা করি। আইপিডিসি সবসময় নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে আসছে। এই ক্ষমতায়নের যাত্রা অব্যাহত রাখতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই নারী যোদ্ধাদের সমর্থন করতে, বাধা ভাঙতে এবং এমন একটি সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছি যেখানে প্রতিটি নারী তাঁর প্রাপ্য স্বীকৃতি, সুযোগ ও সম্মানটুকু নিয়ে বাঁচবেন। ”
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, “তৃণমূলে কাজ করা এবং সমাজের অস্বীকৃত এইসব নারীদের স্বীকৃত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত ও উৎসাহিত। এইসব নারীরা তাদের সমাজবোধ, চেতনাবোধ, দেশপ্রেম, আত্মবিশ্বাস এবং কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের এই অসামান্য কাজের দৃষ্টান্ত থেকে দেশের সকল নারী অনুপ্রাণিত হবে আমি বিশ্বাস করি।”
২০১৭ সাল থেকে প্রতিবছর এমন সংগ্রামী নারীদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখার জন্য ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ প্রদান করে আসছে আইপিডিসি ও ডেইলি স্টার। গতকাল ৫ জনসহ এ পর্যন্ত ৪৭ জন নারী এই স্বীকৃতি পেয়েছেন।