বিশ্বজমিন
ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে: পিটিআইকে ড. ইউনূস
মানবজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলেছেন, ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না চাওয়ার আগ পর্যন্ত যতদিন ভারতে থাকবেন অবশ্যই তাকে সেখানে চুপ থাকতে হবে। বুধবার ভারতীয় সংবাদ সংস্থা ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ড. ইউনূস। সেখানে তিনি বলেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি (হাসিনা) যে ধরণের নৃশংসতা করেছেন তা বিচারের মাধ্যমে সমাধান করা উচিত। সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতে থেকে হাসিনার রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করেছেন এবং সেখান থেকে হাসিনার এমন আচরণকে ‘অবন্ধুসুলভ আচরণ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি হাসিনাকে নিজের দেশে রাখে তাহলে অবশ্যই হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে।
ভারতীয় ওই সংবাদ সংস্থার সাথে অন্তর্বর্তী সরকারের ঢাকাস্থ বাসভবনে গত রোববার কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস, যা বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ড. ইউনূস সেখানে জোর দিয়েছিলেন যদি ভারত বাংলাদেশের সাথে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তাহলে নয়াদিল্লিকে অবশ্যই আগের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে সবাইকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে দিল্লিকে তা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেছেন, ভারতে হাসিনার অবস্থান নিয়ে কেউই স্বস্তিতে নেই। বিচারের জন্য তাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তিনি ভরতে আছেন এবং মাঝে-মধ্যেই কথা বলছেন। এটি সমস্যাজনক। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা তা ভুলে যেতাম। তিনি নিজের জগত নিয়ে থাকলে মানুষ তা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এটা কেউই পছন্দ করছে না। উল্লেখ্য, এসব মন্তব্যের মাধ্যমে ড. ইউনূস শেখ হাসিনার গত মাসের একটি বক্তব্যকে ইঙ্গিত করেছেন।
ড. ইউনুস যথার্থ বলেছেন। হাসিনার উচিত, স্পিকটি নট। মোদী হাসিনা যুগল সুখে থাকুক। অতঃপর তাহারা শান্তিতে ঘর সংসারও করুক। শুধু, উভয়ে তাহারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো আর নাক না গলাক। সবই শোধবোধ।
শুধু হাসিনা নয়, তার ছেলে জয়কেও নীরব থাকতে হবে।
কেউ কাউকে চুপ করে থাকতে বলতে পারেন না। শেখ হাসিনার বলার দিন প্রায় এসে গেছে। আমেরিকার স্বড়যন্ত্রে সুইডেন আসলাম, রিজেন্ট শাহেদ ছাড়া পেয়ে যাচ্ছে।
হাসিনা যত চুপ থাকবে তা হাসিনার জন্য ভালো। মোদি কে ও চুপ থাকতে হবে কারন বাংলাদেশ নিয়ে মোদির কোন মন্তব্য করা উচিত না।
শুধু হাসিনা নয়, তার ছেলে জয়কেও নীরব থাকতে হবে।
মাননীয় প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন। তিনি সত্যিই এই বক্তব্যের মাধ্যমে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ আজ সত্যিকারের একজন যোগ্য অভিভাবক পেয়েছে। হাজার সালাম স্যার আপনাকে। ধন্যবাদ।
ইউনুস রাজনীতিবিদ নন। কিন্তু বক্তব্য দেন সত্যিকারের রাষ্ট্রনায়কের মত। বাংলাদেশের যোগ্যতম নেতা। আল্লাহ্ আপনাকে দীর্ঘ সুস্থ্য জীবন দান করুন।
প্রয়োজন হলে বর্তমান প্রশাসন হাসিনার জন্য তবজি এবং জায়নামাজ পাঠিয়ে দিবেন ওখানে বসে তিনি তাহাজ্জুদের নামাজ পড়বেন।
Alhamdulillah. Let the Almighty bless Prof.Dr.Younus.
ভারতের উচিত হবে, হাসিনাকে চুপ করানো, আশা করি মোদিও চুপ থাকবেন।
এটাকেই বলে যোগ্য নেতৃত্ব। অসাধারণ বক্তব্য। Highly smart.
Sir, I respect you. you are a gread parson.
স্যার আপনি সঠিক কথা বলেছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি যেন সমস্ত জনজাল সরিয়ে দেশটাকে এগিয়ে নিতে পারেন।
ডঃ মুহাম্মদ ইউনূস স্যারের সাথে সম্পূর্ণ একমত। শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে। এখন উনার (শেখ হাসিনার) চুপ থাকাই শ্রেয়।
ভারতকে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে , কোন ব্যক্তির সাথে নয় ।
মাননীয় উপদেষ্টা আপনি যথার্থ বলেছেন । ভারতকে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে , কোন ব্যাক্তির সাথে নয় ।