ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের ৯২ জন নোবেলজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা। এক যৌথ চিঠিতে এই অভিনন্দন জানান তারা। ৪ সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্টে তাদের স্বাক্ষরিত এ চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে বাংলাদেশে সম্প্রতি নিজেদের আত্মত্যাগের মাধ্যমে জনগণ যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের নজীর স্থাপন করেছেন, তা গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। ড. ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী তার পাশে থাকার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। নোবেলজয়ী ও বিশ্বনেতাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নে স্বাক্ষরকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। বাংলাদেশের সকলের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরাচারের রোষানলে ভুগছেন। আজ, একটি গণতান্ত্রিক এবং ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের জন্য জনগণকে ধন্যবাদ জানাই। তারা স্বৈরাচারী ক্ষমতা থেকে দেশকে রক্ষা করেছে। অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন তার ‘দ্বিতীয় স্বাধীনতা’ উপভোগ করছে এবং জাতি হিসেবে এখন এর বিশাল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন জানাতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি অভূতপূর্ব নতুন ভোরের সূচনা। আমরা ইউনূসকে এবং বাংলাদেশের জনগণের জন্য আগামী মাস এবং বছরের জন্য শান্তি ও সাফল্য কামনা করি। আমরা অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত সমগ্র দেশের, বিশেষ করে সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নতির জন্য কাজ করতে দেখে উচ্ছ্বসিত। ইউনূস যে আহ্বান গত ছয় দশক ধরে অত্যন্ত জোরালো ও সাফল্যের সাথে অনুসরণ করে আসছেন। আমরা জানি দেশের তরুণরা যেমন ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তিনিও তেমনি তরুণদের নতুন ভবিষ্যতের জন্য নেতৃত্ব গঠনে সাহায্য করে অনুপ্রাণিত করবেন। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনার এবং গণতন্ত্রের বিকাশ ঘটতে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন ড. ইউনূস আমরা তাকে সাধুবাদ জানাই। প্রফেসর ইউনূস যেভাবে একটি নতুন এবং উন্নত সভ্যতা তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন, তাতে আমরা যে কোনো উপায়ে তাকে সাহায্য করতে প্রস্তুত।

এতে আরও যারা স্বাক্ষর করেছেন তারা হলেন- শান্তিতে নোবেল বিজয়ী হোজে রামোস হোর্তা, শিরিন এবাদি, মোহাম্মেদ এল বারাদেই, জোডি উইলিয়ামস। এছাড়া রসায়ন, সাহিত্য, মেডিসিন এবং পদার্থতে পাওয়া নোবেল জয়ীরাও এতে স্বাক্ষর করেন। বিশেষ করে সাহিত্যে নোবেলজয়ী বিশ্ববিখ্যাত লেখক জন ম্যাক্সওয়েল কুতসিও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন। 

 

পাঠকের মতামত

ড. ইউনুসের সাফল্য কামনা করছি।

Bashir Ahmed
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫০ অপরাহ্ন

গুনীজনরা গুনি লোক চিনে। সারা বিশ্বে ডক্টর ইউনুসকে চিনে। কিন্তু আমাদের নিজের দেশের মানুষ চিনলো না। আসলে চিনে। কিন্তু এ দেশে গুনীদের কদর আর মর্যাদা নাই। এদেশ তেলবাজের দেশ। এদেশ পঁচা। তাই এদেশে তেলবাজ আর পঁচা লোকের দাম বেশি। যার জন্য আমাদের দেশের মেধাবীরা অধিকাংশ দেশ ছেড়ে চলে যায়। এদেশে পাবেন নোংরামি, খুন, খারাবি, হত্যা, গুম, তেলবাজি, দুর্নীতি, চেতনার ব্যাবসা ইত্যাদি। যে দেশে একটা জঘন্যতম হিংসুক, চোর, খুনি, গনহত্যাকারী, ভোট চোর, মিথ্যুক মহিলা ক্ষমতার মসনদে অনায়াসে জনগনের ম্যান্ডেট ছাড়া বছরের পর বছর বসে থাকতে পারে আর কিছু পুরুষ নামের হিজড়া সে মহিলাকে তেল মালিশ করে সেদেশে গুনীজন মান সন্মান নিয়ে থাকবে এটা কিভাবে সম্ভব?

Mohammed Rafiqul Isl
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:২০ অপরাহ্ন

Alhamdulillah!

ni
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৫ অপরাহ্ন

Many Many thanks all of you.

Shahab
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:০৮ অপরাহ্ন

গুণি লোকদের কদর দিন দিন বৃদ্ধি পাক

Mahmud Eusuf
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:০৪ অপরাহ্ন

Thanks

Md.Ashraf Uddin Khon
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৪ অপরাহ্ন

Alhamdulillah.

no name
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৩৮ অপরাহ্ন

thank you

Khan
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৩৬ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status