ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানে সেমিনার

মানবজমিন ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারত বা পাকিস্তানের সম্পর্ক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। ৩রা সেপ্টেম্বর এই সেমিনারে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা। গ্লোবাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজ সেন্টার ‘আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ অ্যান্ড দ্য ফিউচার অব পাকিস্তান-বাংলাদেশ রিলেশন্স’ শীর্ষক সেমিনার আয়োজন করে ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টে (আইওবিএম)। এতে বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কে তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউজ।

আলোচক প্যানেলে ছিলেন পাকিস্তান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চেয়ারপারসন ও রাষ্ট্রদূত ড. মাসুমা হাসান, সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ, এনইডি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব আর্কিটেকচার অ্যান্ড সায়েন্সেসের ডিন প্রফেসর নোমান আহমেদ, সিন্ধু ওমবুডসম্যানের উপদেষ্টা রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকী ও করাচি ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ড. নওশীন ওয়াসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রদূত জি আর বেলুচ। বর্তমান ভূ-রাজনৈতিক গতিবিধি সেমিনারে বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক মেরামতের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন আইওবিএমের প্রেসিডেন্ট তালিব করিম। প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটি বিষয়ে আলোচনা নির্ধারণ করার জন্য তিনি রাষ্ট্রদূত জি আর বেলুচের প্রশংসা করেন। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করবে ভবিষ্যত পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক- এ মন্তব্য করেন রাষ্ট্রদূত ড. মাসুমা। আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন রাষ্ট্রদূত রফিউজ্জামান সিদ্দিকী। এই সময়ে ভারতের নীরবতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করেন রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ। এ সময়ে তিনি সার্কের ভিতরে অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ চুক্তিগুলোর ওপর আলোচনা করেন। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে আঞ্চলিক পর্যায়ে কি প্রভাব পড়বে তার ওপর বিশ্লেষণ দাঁড় করান ড. নওশীন ওয়াসি। অন্যদিকে বাঙালি জাতীয়তাবাদ এবং এর ঐতিহাসিক উৎস নিয়ে বিশ্লেষক করেন প্রফেসর নোমান আহমেদ।

 

 


 

পাঠকের মতামত

অবশ্যই সুসম্পর্ক চাই আমরা মুসলিম দেশগুলোর সাথে কোন হিন্দুর সাথে নয়।

Khaled Shams
৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৫:৫৫ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান/ সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status