অর্থ-বাণিজ্য
বন্দরে কন্টেইনার জটের সমাধান চান ব্যবসায়ীরা
অর্থনৈতিক রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও জাহাজ সংকটের কারণে যথাসময়ে পণ্য পাঠাতে না পারায়, রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কায় ভুগছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। পোশাক কারখানায় রপ্তানি পণ্য তৈরি করে চট্টগ্রামের কনটেইনার ডিপোগুলোতে পাঠানোর পরে দিনের পর দিন সেখানেই পড়ে থাকছে। তাই এ সমস্যার সমাধার চেয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশনের (বিজিবিএ) উদ্যোগে আয়োজিত 'চলমান পরিস্থিতিতে তৈরি শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীষক আলোচনা সভায় ব্যবসায়ীরা এ মতামত ব্যক্ত করেন। এ ছাড়া শিগগিরই বিশ্ববাজারে শীষ স্থান দখল করবে দেশের তৈরি পোশাক যাত। উপযুক্ত নীতি সহায়তা আর অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের তৈরি পোশাক খাত প্রতিযোগী দেশগুলোকে ছাড়িয়ে বিশ্ব বাজারে শীষ স্থান দখল করবে বলে আশা করেছেন এখাতের সংশ্লিষ্টরা।
এ খাতের সমস্যা সমাধানে অচিরেই সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। এ বিষয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন এই খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আলোচনায় সভায় জানানো হয়, ক্রেতাদের বাংলাদেশে ভ্রমণের সময় যথাযথ নিরাপত্তা প্রদান করা জরুরি। যাতে করে ক্রেতা ও সরবরাহ নেয়া প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশে আসতে আগ্রহী হয়। স্বল্প সময়ে কম খরচে প্রতিবেশী দেশগুলো যেমন ভারত, শ্রীলঙ্কার মতো আমাদের দেশ থেকে বিদেশে মালামাল প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংকিং সেক্টরে অনাস্থা ও নেতিবাচক প্রভাব দূর করে স্থিতিশীল করা। যাতে বহির্বিশ্বে ক্রেতা ও প্রতিষ্ঠানের সর্বারহকারী ব্যাংকের আস্থা ও বিশ্বাস আনয়ন করা যায়। পোশাক তৈরিতে উপকরণসমূহ আমদানির ক্ষেত্রে দ্রুততম সময়ে ঋণপত্র খোলা (এলসি) খোলার ব্যবস্থা গ্রহণ করা।
সভায় সভাপতিত্ব করেন বিজিবিএ’র সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। আরও উপস্থিত ছিলেন বিজিবিএ এর কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। সভাপতি তার বক্তব্যে বলেন, তৈরি পোশাক শিল্পে প্রায় ১২ বিলিয়ন ইউএস ডলার রপ্তানি অর্ডারে অবদান রাখছে গার্মেন্ট বায়িং হাউজগুলো। বর্তমান সময়ে বায়িং হাউজগুলো গার্মেন্ট খাতে মেরুদন্ড হিসাবে কাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বায়িং হাউজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।