দেশ বিদেশ
গণপূর্তের সেই প্রকৌশলীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২৪, সোমবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে প্রায় ২৬ লাখ নগদ টাকা, ১০ হাজার ডলার ও প্রায় এক কেজি সোনার গয়নাসহ ধরা পড়া পটুয়াখালী গৃহায়ন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে মামলা অনুমোদন দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
অনুমোদিত মামলায় হারুন অর রশিদের বিরুদ্ধে ২৫ লাখ ৮০ হাজার টাকা, এক লাখ ডলার ও ৪৮.২৮ ভরি স্বর্ণালংকার অবৈধভাবে অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
গত ৮ই আগস্ট বিকাল ৫টার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মার্কিন ডলার ও কোটি কোটি টাকার সম্পদের নথিপত্রসহ তাকে আটক করেছিলেন ছাত্ররা। তিনি পটুয়াখালী জেলায় কর্মরত ছিলেন।
সূত্র জানায়, ওইদিন বরিশালে সিএন্ডবি রোডের সড়ক থেকে প্রিমিও ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি থামানো হয়। ঢাকা মেট্রো-গ ৩৫-৪৬৬৪ নম্বরের গাড়িটি তল্লাশি করা হলে গাড়িতে থাকা ব্যাগভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। পরে সেটি আটক রেখে শিক্ষার্থীরা সেনাবাহিনীর ক্যাম্পে খবর দেয়া হলে ওই দিন সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তল্লাশি করে ১২ লাখ টাকা মূল্যমানের ইউএস ডলার এবং নগদ ২৭ লাখ টাকা এবং প্রায় ১ কেজি স্বর্ণালংকার পাওয়া গেছে। এ ছাড়া বেশ কিছু ফাঁকা চেক ও প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার সম্পদের কাগজপত্র পাওয়া গেছে।
এ সময় গাড়ির চালক আলতাফ হোসেন বলেন, বিকাল ৩টায় হারুন অর রশিদ সাহেবকে পটুয়াখালী সরকারি বাসভবন থেকে নিয়ে আসি। বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডের চৌমাথায় আসলে শিক্ষার্থীরা গাড়িটি আটকে দেয়। গাড়িটি ভাড়ায় চালিত একটি প্রাইভেটকার। তাকে কুষ্টিয়া সদরের কুষ্টিয়া আবাসিক এলাকার বাসায় পৌঁছে দেয়ার কথা ছিল। এর আগেও তাকে কয়েকবার কুষ্টিয়ায় নিয়ে গেছি।
অন্যদিকে গাড়িতে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ সে সময়ে গণমাধ্যমকে বলেন, ব্যাগে যে টাকা রয়েছে তা আমার বৈধ উপায়ে উপার্জিত। বাবা-মা অসুস্থ। তাদের চিকিৎসা করানোর জন্য ওই অর্থ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি।
গণপূর্ত বিভাগের একজন হিসাব সহকারী (ক্যাশিয়ার) এর চেয়ে বেশি সম্পদের মালিক।