দেশ বিদেশ
পদত্যাগে বাধ্য হলেন ভিকারুননিসার অধ্যক্ষ
স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২৪, সোমবারআন্দোলনের মুখে ভিকারুননিসার অধ্যক্ষসহ ২ শিক্ষক পদত্যাগ করেছেন। পদত্যাগ করা দুজন হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এবং কলেজ শাখার অধ্যাপক ও গভর্নিং বডির (কলেজ) সদস্য ফারহানা খানম। এ দুই শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
গতকাল দুপুর আড়াইটার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা পদত্যাগপত্রে সই করেন। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ায় শিক্ষার্থীদের টিসি দেয়া ও হেনস্তা করার অভিযোগ তুলে আন্দোলনে নামেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আরও এক শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন তারা। গতকাল রোববার সকাল ১০টায় রাজধানীর বেইলী রোডে ভিকারুননিসার মূল শাখার সামনে এ বিক্ষোভ করেন তারা। এসময় তাদের হাতে শিক্ষকের সংস্কার, ফারহানার বহিষ্কার, ফারহানা, আর না আর না, ভিকারুননিসায় দুর্নীতি, মানবো না মানবো নাÑলেখা প্ল্যাকার্ড দেখা যায়। এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে বিক্ষোভ করে তারা। যতদিন তাদের দাবি মেনে অধ্যক্ষ ও অন্য এক শিক্ষককে বহিষ্কার না করা হবে ততদিন তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ক্লাস বর্জন করবেন বলেও জানান।