ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ, সচিবকে বদলি

স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২৪, সোমবার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে ই-মেইলে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ ছাড়াও ইউজিসি’র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।
রোববার পদত্যাগের কারণ হিসেবে অধ্যাপক কাজী শহীদুল্লাহ জানান, তিনি ২০২৩ সালের ২০শে আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন। শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। এজন্য পদত্যাগ করেছেন।
এদিকে এদিনই ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। ড. মো. ফখরুল ইসলাম কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটি’র ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিঙ্গাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status