অর্থ-বাণিজ্য
অন্তর্বর্তীকালীন সরকারকে বিজিএপিএমইএ’র অভিনন্দন
অর্থনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ১১ আগস্ট ২০২৪, রবিবার, ৭:০৭ অপরাহ্ন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ শান্তিতে নোবেল জয়ী সর্বজন শ্রদ্ধেয় ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করায় দুই সহস্রাধিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) অভিনন্দন জানিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসোসিয়েশনের সভাপতি মো. শাহরিয়ার এ বার্তা দেন।
একইসঙ্গে এসোসিয়েশন আশা করছে, অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টিকারী প্রধান বৈদেশিক মূদ্রা অর্জনকারী বিনিয়োগ ও ব্যবসা খাতকে হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ প্রদানের মাধ্যমে ব্যবসাবান্ধব সরকারে পরিণত হবে। এছাড়া এসোসিয়েশন আমরা দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করেছে।