ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

এমপি সালাম মুর্শেদীর দখল মুক্ত হলো এনভয় টাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার

(১ মাস আগে) ১০ আগস্ট ২০২৪, শনিবার, ৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৯ অপরাহ্ন

mzamin

এনভয় টেক্সটাইল মিলের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আহমেদের মালিকানাধীন এনভয় টাওয়ার প্রায় তিন বছর পর অবশেষে আওয়ামী লীগ এমপি আবদুস সালাম মুর্শেদীর দখল মুক্ত হলো বৃহস্পতিবার।  কোটা সংস্কার আন্দোলনের ছাত্র-ছাত্রী ও সেনাবাহিনীর মধ্যস্থতায় গত বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনে এনভয় টাওয়ারে থাকা সালাম মুর্শেদীর রাজনৈতিক অফিস ও তার ব্যবসায়িক অফিসের সব আসবাব পত্র নিয়ে যায় তার কর্মকর্তা ও কর্মচারীরা।

শেখ হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যায় খুলনা-৪ আসনের আবদুস সালাম মুর্শেদী। সরকার পতনের বেশ কয়েকবার এই ভবনটি বিক্ষুব্ধ জনতার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সালাম মুর্শেদীর রাজনৈতিক কার্যালয় হিসেবে তা ব্যবহার করার জন্য হামলার ঘটনা ঘটেছে।

বুধবারও তেমনি হামলা করে বিক্ষুব্ধ জনতা ও একদল একদল অজ্ঞাত দুর্বৃত্ত এই ভবনের কাঁচের জানালা ভাংচুর ও আগুন লাগানোর এবং এর চেষ্টা করে এসময়, তবে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র-ছাত্রীদের কয়েকজন আঞ্চলিক সমন্বয়কের- যারা এখন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় ছাত্র স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে, তাদের চেষ্টায় তা প্রতিহত করা সম্ভব হয়। স্বেচ্ছাসেবকদের মধ্যস্থতায় এনভয় টাওয়ারে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা শিক্ষার্থীরা সফলভাবে প্রতিরোধ করেছে বলে জানিয়েছেন টেক্সটাইল কর্মকর্তারা। শিক্ষার্থীরা এই ভবন ও পাশের স্কয়ার হাসপাতালে নিরাপত্তার স্বার্থে সালাম মুর্শেদীর অফিস এই ভবন থেকে সরিয়ে নেয়ার কথা বললে তার পরিবার সম্মত হয়।

সূত্র জানায়, নগরীর পান্থপথ এলাকায় অবস্থিত এনভয় টাওয়ারে চতুর্থ, পঞ্চম ও তেরতম তলার একাংশ গত দুই বছর আট মাস রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করে রেখেছিল আওয়ামী লীগ এমপি আবদুস সালাম মুর্শেদী।

ধানমণ্ডি এলাকার কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী রায়ান ইসলাম সাদ বলেন, ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টার খবর যখন পাই, তখন আমরা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছিলাম। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বহিরাগতদের বাধা দিয়ে সরিয়ে দিতে সক্ষম হই। এ ভবনের ক্ষতি মানে তা  তো দেশের অর্থনীতির  ক্ষতি।"
আবদুস সালাম মুর্শেদী, যিনি পূর্বে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, আওয়ামী লীগের প্রতি তার রাজনৈতিক আনুগত্য পরিবর্তন করেন ২০১৮  সালের আগস্টে খুলনা-৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন।

মুর্শেদী একজন সাবেক জাতীয় ফুটবলার এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি এবং এনভয় টেক্সটাইল এর শুরু থেকেই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে দায়িত্ব পালন করেছেন। লিড প্লাটিনাম সার্টিফাইড এই ডেনিম টেক্সটাইল মিলের এমডির জন্য পঞ্চম তলা বরাদ্দ থাকায় মুর্শেদী ২০১২ সাল থেকে তা ব্যবহার করেছিলেন।
তবে ২৫শে আগস্ট, ২০২২, হাইকোর্টের এক আদেশে মুর্শেদীকে- এমডির ক্ষমতার অপব্যবহার এবং শুল্ক আইন ও কোম্পানির বিধি লঙ্ঘনের দায়ে তাকে অপসারণ করে। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক তানভীর আহমেদকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত।
একই উচ্চআদালত তার পর্যবেক্ষণে বলেন, মুর্শেদী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তো দূরের কথা পরিচালক হওয়ারও যোগ্যতা হারিয়েছেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিট করলেও তা আদালত তা খারিজ করে দেয়। 
তবে, ক্ষমতাশীল দলের এমপি হওয়ায় মুর্শেদী ব্যবস্থাপনা পরিচালক ছাড়লেও প্রতিষ্ঠান থেকে নেয়া অন্যান্য সুবিধা ছাড়েননি। একইভাবে আদালতের নির্দেশ সত্ত্বেও মুর্শেদী ভবনের ৪র্থ তলা এবং ১২তম তলার অংশও দখল করে রাখেন, যার মালিকানা রয়েছেন কুতুব উদ্দিন আহমেদ। একসময় তারা ব্যবসায়িক অংশীদার ছিলেন বলে মুর্শেদীকে এই ভবনের ৪র্থ তলা এবং ১২তম তলা ব্যবহার করার অনুমতি দেন কুতুব উদ্দিন আহমেদ। কিন্তু তাদের ব্যবসা পৃথক হওয়ার পরও  মুর্শেদী এসব ফ্লোরের দখল ছাড়েনি।

এব্যাপারে কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মুর্শেদীকে বেশ কিছু অফিসিয়াল চিঠি ও আইনি নোটিশ পাঠানো হয়েছিল, যার উত্তর মেলেনি। স্বেচ্ছাসেবক রায়ান ইসলাম সাদ বলেন, এই সম্পত্তিগুলি মুর্শেদীর মালিকানাধীন নয় তা নিশ্চিত হওয়ার পরে, তারা সমস্যাটি সমাধানের চেষ্টা করেছিল।

এসময় মুর্শেদীর শ্যালক এবং প্রিমিয়ার ব্যাংকের পান্থপথ শাখার অপারেশনাল ম্যানেজার সাইফুল হামিদ, এসে জানান, তার অফিস খালি করতে রাজি হন কিন্তু চতুর্থ তলার জন্য অতিরিক্ত পাঁচ দিন সময় চেয়েছিলেন।

সাদ বলেন, "মুর্শেদীর রাজনৈতিক প্রভাব দূর করতে আমরা কাগজপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র তার স্বজনদের কাছে হস্তান্তর করেছি। এই ভবনে মুর্শেদীর অফিস থাকলে তা আবারও আক্রমণের শিকার হতে পারে। অন্যকে বিপদে ফেরার কোন অধিকার নেই মুর্শেদীর। অফিস খালি করার সময় মুর্শেদীর রুমে পাওয়া যায়, প্রায় ১০টি লাগেজ যার ট্যাগে রয়েছে মুর্শেদী ও তার স্ত্রীর পাসপোর্ট নাম্বারসহ স্টিকার।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ছাত্র আন্দোলনের তীব্রতা  দেখে ৫ আগস্ট তাদের বিদেশ চলে যাওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু সরকার পতন হওয়ায় তা সম্ভব হয়নি। 
বুধবার সন্ধ্যা নাগাদ পঞ্চম তলা খালি করা হয় এবং বৃহস্পতিবার তেরতম তলা খালি কর হয়, এসময় কুতুব উদ্দিন আহমেদ সালাম মুর্শেদীর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসব জিনিস পত্র প্যাকিং করতে সহায়তা করেন স্বেচ্ছাসেবকরা। 
আরেক ছাত্র সমন্বয়কারী রোদোশি বলেন, এই ভবনে হামলার খবর শুনে সেখানে, আসার আগে তারা এলাকার নিরাপত্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেছেন। কর্মকর্তারা অনুরোধ করেছিলেন যে মুর্শেদীর পরিবারের উপস্থিতিতে উচ্ছেদ পরিচালনা করা হোক এবং প্রক্রিয়াটি যেন ভিডিও নথিভুক্ত করা হোক। 
পুরো কাজটি ভিডিও করেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বৃহস্পতিবার সেনা কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায় বলে জানান এনভয় টাওয়ারের কর্মকর্তারা। ব্যবসা পৃথক হওয়ার পর দীর্ঘদিনের বিরোধ থাকার কথা স্বীকার করে, তা সমাধানে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন মুর্শেদীর শ্যালক সাইফুল হামিদ। তিনি বলেন, চতুর্থ তলা খালি করতে অতিরিক্ত সময়ের অনুরোধ করেছিলেন, সেখানে পোশাক রপ্তানির অর্ডারের নথিসহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। তবে, এই সময়সীমার মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 
এই বিষয়ে মন্তব্যের জন্য সালাম মুর্শেদীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় তা ব্যর্থ হয়। তবে তার মেয়ে ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী জানান, বিষয়টি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে, যা এখন আদালতে বিচারাধীন।
 

পাঠকের মতামত

সালাম মুর্শেদীর দখল করা বাড়ির কী অবস্থা?

তপু
১১ আগস্ট ২০২৪, রবিবার, ৫:৪৪ অপরাহ্ন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status