দেশ বিদেশ
স্পাউস ভিসার ক্ষেত্রে সুখবর দিলো লেবার সরকার
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
৩ আগস্ট ২০২৪, শনিবারবৃটেনে স্পাউস আনার ক্ষেত্রে পরিবারের ভিসার জন্য নতুন চমক দিলো লেবার সরকার। গেল বছর কনজারভেটিভ সরকার পরিবারের ভিসার বাৎসরিক বেতন কাঠামো ২৯,০০০ পাউন্ড এবং ২০২৫ সাল থেকে সেটা ৩৮,৭০০ পাউন্ড করার ঘোষণা দিয়েছিল এবং এই আইনটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর হয়েছে। বর্তমানে বৃটেনে স্পাউস নিয়ে আসতে আবেদনকারীর বাৎসরিক বেতন কাঠামো হতে হয় ২৯,০০০ পাউন্ড যা আগামী বছর হতে হবে ৩৮,৭০০ পাউন্ড। কনজারভেটিভ সরকারের এই নীতিতে বিরাম চিহ্ন এঁকে দিয়েছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র সচিব ইয়ভেট হন কুপার। ৩১শে জুলাই ইয়ভেট কুপার নিশ্চিত করেছেন যে, সম্পূর্ণভাবে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত পরিবারের ভিসার বেতন কাঠামো বাড়ানো হবে না। বৃটিশ সংবাদমাধ্যম দি গার্ডিয়ান। সাবেক টোরি সরকার বিদেশ হতে স্পাউস বা পরিবার (স্বামী-স্ত্রী) আনার ক্ষেত্রে আইন কঠিন করেছিল। অধিক বিদেশি মানুষকে ইংল্যান্ডে প্রবেশ করার নিয়ম কঠিন করা এমনই যুক্তি ছিল তাদের এই আইন করার পেছনে। নতুন স্বরাষ্ট্র সচিব ইয়ভেট হন কুপার টোরিদের পরিকল্পনাকে আপাতত থামিয়ে দিয়েছেন। ইয়ভেট কুপার নিশ্চিত করেছেন বর্তমানে ২৯,০০০ হাজার পাউন্ডের ন্যূনতম বাৎসরিক আয় বৃটিশদের পরিবারের সদস্যকে বিদেশ থেকে আনতে মাপকাঠি হিসাবে রাখা হবে।