ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

গণঅধিকার পরিষদের তারেকসহ গ্রেপ্তার-৪

স্টাফ রিপোর্টার
২৪ জুলাই ২০২৪, বুধবারmzamin

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিটিভি ভবন, মেট্রোরেলসহ রামপুরা, মিরপুরের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলেন- গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান (৩১), তার সহযোগী মো. সজল মিয়া, আল ফয়সাল রকি ও মো. আরিফুল ইসলাম। এ সময় তাদের হেফাজত থেকে ২টি শটগানের খালি খোসা, ২টি ল্যাপটপ, ৩টি সিপিইউ, ১টি হার্ড ডিস্ক, ১টি মডেম, ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। 
গতকাল কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে হামলা নাশকতা ও অগ্নিসংযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারা বিটিভি ভবন, মেট্রোরেল কাজীপাড়া ও মিরপুর স্টেশনসহ রামপুরা, বাড্ডা ও মিরপুরের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগ করে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status