ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

বিদেশে বাংলাদেশ নিয়ে মনগড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার
২৪ জুলাই ২০২৪, বুধবার

দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ নিয়ে মনগড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই অপতৎপরতা প্রতিরোধে বিদেশস্থ মিশনগুলো কাজ করছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, মেট্রোরেল স্টেশনে হামলা হয়েছে। অনেক স্থাপনা পুড়িয়ে দেয়া হয়েছে। এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা। এসব ফুটেজ ও তথ্য আমরা বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি ও সরকারকে জানানোর ব্যবস্থা করেছি। বিদেশি কূটনীতিকদের দু’দিন আগে আমরা ব্রিফ করেছি। তাদের সহিংসতার ফুটেজ দেখিয়েছি। আমরা  বলেছি, এটা  স্বাধীনতা বিরোধী, রাষ্ট্র বিরোধী এবং ধর্মীয় উগ্রবাদীদের কাজ। যার পেছনে রয়েছে বিএনপি-জামায়াত। মন্ত্রী বলেন, যেভাবে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে তা তালেবানি স্টাইল। এটা বিএনপি আমলে জঙ্গি বাংলাভাই করেছিল। মন্ত্রী বলেন, একটি চিহ্নিত গোষ্ঠীর সুপরিকল্পিত হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান কূটনীতিকদের বুধবার পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ওই স্থাপনাগুলো মেরামতের কাজ দ্রুতই শুরু হবে। মেরামত কাজ শুরু হলে তো কূটনীতিকরা সরজমিন দেখতে পারবেন না। এ জন্য আমরা এখনই তাদের দেখাতে চাই। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বিবৃতিকে দেশবিরোধী আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আমার চট্টগ্রামের লোক। তার (ইউনূস) প্রতি সম্মান রেখেই বলছি, তিনি বিবৃতিতে কোথাও রাষ্ট্রের তথা জনগণের সম্পত্তির ওপর হামলার নিন্দা জানাননি। বরং দেশের এই পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন, যা রাষ্ট্রবিরোধিতার শামিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে’ মর্মে এক্স হ্যান্ডেল-এ (টুইট) মন্তব্য করেছেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ। কিন্তু তার (মমতা ব্যানার্জী) এই বক্তব্য বিভ্রান্তিকর। আমরা এ বিষয়ে নোট পাঠিয়ে ভারত সরকারকে বিষয়টি অবহিত করেছি। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের দেশ ছেড়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তারপরও অনেক দূতাবাস আগাম ছুটি ঘোষণা করেছে, অনেকে চলে যাচ্ছেন, এটা একান্তই তাদের সিদ্ধান্ত। ঢাকায় থাকা বিদেশি অনেককে তাদের দেশ এবং দূতাবাসের তরফে উদ্ভূত অগ্নিগর্ভ পরিস্থিতিতে ১৫ দিনের খাবার মজুত রাখা, পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখাসহ সতর্কতামূলক প্রস্তুতি রাখতে বলা হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আতঙ্ক তৈরির জন্য বিদেশে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে বিশ্বাস না করার জন্য পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকসহ সবার প্রতি অনুরোধ জানান।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status