বিশ্বজমিন
বাইডেনকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাট প্রার্থীদের জোরালো আহ্বান, কী করবেন মার্কিন প্রেসিডেন্ট?
মানবজমিন ডেস্ক
(৭ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৬ অপরাহ্ন

প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন নির্বাচন থেকে সরে যাওয়ার জোরালো আলোচনা শুরু হয়। বাইডেনের নিজ দলের অনেকেই তাকে সরে যাওয়ার জন্য চাপ দিয়েছেন বলে জানা গেছে। নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার বিষয়টি আরও জোরালো হয়েছে যখন নতুন করে তার কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, শারীরিক এই নাজুক পরিস্থিতির মধ্যে নির্বাচন থেকে কি সরে দাঁড়াবেন ৮১ বছরের বাইডেন?
অনলাইন জিও নিউজ জানিয়েছে, আবারও কোভিডে আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট বাইডেনকে সরে যেতে চাপ দিয়েছেন ডেমোক্র্যাট দলের একাধিক নেতা। এছাড়া বাইডেন নিজেও বলেছেন, চিকিৎসকরা যদি তাকে বিশ্রামের পরামর্শ দেন তাহলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। প্রথম বারের মতো বাইডেন তার নিজের প্রার্থীতা প্রত্যাহারের কথা জানালেন, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত মতামত দেননি তিনি। এক্ষত্রে চিকিৎসকরা যদি বাইডেনকে তার শারীরিক অবনতির কথা জানান তাহলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বলে এক সাক্ষাৎকারে বলেছেন।
গত মঙ্গলবার ‘কৃষ্ণাঙ্গ’ সংশ্লিষ্ট গণমাধ্যম বেট-কে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে তার প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি আমার শারীরিক অবস্থার অবনতি হয় এবং এ বিষয়ে যদি চিকিৎসকরা আমাকে অবহিত করেন তাহলে নির্বাচন করা আমার জন্য সমস্যার হতে পারে। প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের নড়বড়ে পারফরমেন্সের পর থেকে তাকে নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন বাইডেনের বয়স এবং তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত। বাইডেনকে ঘিরে এসব প্রতিক্রিয়ায় বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে, ডেমোক্র্যাট দলের সিনেটর চাক শুমার এবং হাউজ মেজরিটি নেতা হাকিম জেফরিস পৃথকভাবে বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা উভয়ই বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে বাইডেনের প্রার্থীতা নিয়ে দলের অন্যান্যদের মধ্যেও নেতিবাচক মনোভাব রয়েছে। অন্যদিকে ক্যালিফোরনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রার্থী এডাম বি. শিফও বাইডেনকে নির্বাচনকে থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।
লস অ্যাঞ্জেলস টাইমসকে দেয়া এক বিবৃতিতে শিফ বলেছেন, যদি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দেবে এবং নভেম্বরে বাইডেন সাবেক প্রেসিডেন্টকে পরাজিত করতে পারবেন কিনা সে বিষয়ে শিফ গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেসের নিম্নকক্ষে অন্তত ২০ ডেমোক্র্যাট নেতা এবং একজন সিনেটর বাইডেনকে নির্বাচনী প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু বাইডেন এখনও আসন্ন নির্বাচনে ট্রাম্পকে হারানোর উপযুক্ত প্রার্থী বলে মনে করছেন।
গত সোমবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, তার মানসিক স্বাস্থ্য এখনও অনেক ভালো এবং তিনি আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী ১৯ আগস্ট ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন (ডিএনসি) হওয়ার কথা রয়েছে। তার আগে একটি ভার্চুয়াল কনভেনশনে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণের কথা রয়েছে দলটির। মূলত বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে তার প্রার্থীতার বিষয়ে উদ্বেগ এবং সংশয়ে পড়েছে ডেমোক্র্যাট দলের প্রতিনিধিরা।
পাঠকের মতামত
বাইডেন তার ইশ্বরের সংকেতের অপেক্ষায় আছে।