বিশ্বজমিন
ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করলেন ম্যাক্রন
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০০ অপরাহ্ন

পদত্যাগপত্র জমা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাবরিয়েল আতাল। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আতাল। বুধবার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবেন আতাল। দেশটিতে দ্বিতীয় দফা নির্বাচনের পর ৮ই জুলাই আতাল তার পদত্যাগপত্র জমা দেন। তবে তখন ম্যাক্রন তাকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেন। যার ফলে তখন তার পদত্যাগপত্র জমা নেননি ফরাসি প্রেসিডেন্ট।
এর আগে ফ্রান্সের নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে চমক দেখিয়েছে দেশটির বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি)। আশা করা হচ্ছে সংসদে সবচেয়ে বেশি আসন পাবে এনএফপি বা জাতীয় পরিষদ। যেহেতু এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই জোটভিত্তিক সরকার গঠনের পথে রয়েছে ফ্রান্স। ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনে উগ্র ডানপন্থীদের বিজয়ে বিচলিত হয়ে আগাম নির্বাচন দেন ইমানুয়েল ম্যাক্রন। পরে প্রাথমিক ভোটে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপে তারা তৃতীয় অবস্থানে চলে যায়। এবারের নির্বাচনের ফলাফল অনুযায়ী ফ্রান্স একধরণের অনিশ্চিত রাজনীতির পথের দিকে যাচ্ছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে পার্লামেন্টে উল্লেখযোগ্য আসন পেতে যাচ্ছে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি।
দেশটিতে যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই বামপন্থী জোট কাকে প্রধানমন্ত্রী করবে সে বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। যারফলে আরও কিছুদিন সরকারি দাপ্তরিক কাজ অব্যাহত রাখবে আতাল। বামপন্থী জোটের প্রতি একজন যোগ্য প্রধানমন্ত্রীর খোঁজ করা হচ্ছে। ম্যাক্রনও এ বিষয়ে জোটকে তাগাদা দিয়েছে।
অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে তাদের ক্ষোভ জানিয়েছে। তারা বলছেন ম্যাক্রন তালবাহানা শুরু করেছেন। দেশে আগাম নির্বাচন দিয়ে অস্থিতিশীলতার জন্য ম্যাক্রনকে দায়ী করছেন তারা। এছাড়া আতালের পদত্যাগপত্র গ্রহণে সময় নেয়ায় তার প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো।
এবারের নির্বাচেন বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে ১৮০ সিট। অন্যদিকে ম্যাক্রনের সেন্ট্রিস্ট অ্যালায়েন্স পেয়েছে ১৬০ আসন। আর প্রথমে এগিয়ে থাকলেও ১৪০ আসন পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল র্যালি। সংসদীয় ৫৭৭ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে একক কোনো দলের মোট ২৮৯ আসন পেতে হবে। সেক্ষেত্রে কেউই এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কার্যত ফ্রান্সে এবার ঝুলন্ত পার্লামন্টে গঠিত হচ্ছে।