ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

অর্থ-বাণিজ্য

জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণ পদক পেলো সিআইপি মেজবাহ উদ্দিন খান

অর্থনৈতিক রিপোর্টার

(৯ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৮ পূর্বাহ্ন

mzamin

তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় খ্যাতিমান পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান উইন্ডি এপারেলস লি. জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ পদক লাভ করেছে। ১৪ই জুলাই ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণ পদক গ্রহণ করেন উইন্ডি এপারেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজবাহ উদ্দিন খান সিআইপি।

উইন্ডি এপারেলস উইন্ডি গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে উইন্ডি এপারেলস সফলতার সাথে তৈরি পোশাক রপ্তানি করে আসছে। এ দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বফূর্ণ ভূমিকা পালন করে আসছে, পাশাপাশি উইন্ডি গ্রুপ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে। বর্তমানে উইন্ডি গ্রুপে প্রায় ১৫ হাজার লোক কর্মরত রয়েছে।

স্বর্ণ পদক গ্রহণের পর উইন্ডি এপারেলসের ম্যানেজিং ডিরেক্টর মেজবাহ উদ্দিন খান এক প্রতিক্রিয়ায় বলেন, এ পুরস্কার আমাদের অনুপ্রাণিত করেছে, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও অধিকতর ভূমিকা রাখতে আমাদের দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, বিশ্বে বাংলাদেশি তৈরি পোশাকের নতুন নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০০ মিলিয়ন ডলারের রপ্তানি বাজার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

মেজবাহ উদ্দিন খান দেশের শিল্প-বাণিজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। রপ্তানিতে খাতে অবদানের জন্য তিনি বহুবার সিআইপি নির্বাচিত হন। তিনি অতি সম্প্রতি অনুষ্ঠিত বিজিএমইএ’র নির্বচিনে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হন। সততা, দক্ষতা ও একনিষ্ঠ কর্ম গুণে তিনি আজ সফল ব্যক্তিত্বে পরিণত। তার প্রতিষ্ঠিত উইন্ডি গ্রুপ দেশের অন্যতম শিল্প গ্রুপ।

ফেনীর কৃতি সস্তান সিআইপি মেজবাহ উদ্দিন খান নিজ এলাকা সোনাগাজীতে শিক্ষা উন্নয়নসহ নানাবিধ সমাজ কর্ম পরিচালনা করেন। তিনি ঢাকাস্থ সোনাগাজী সমিতির সহ-সভাপতি, শিক্ষা বৃত্তি কমিটির আহ্বায়ক ও প্রধান পৃষ্ঠপোষক।
 

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status