বিশ্বজমিন
এয়ার ইন্ডিয়ার লোডার নিয়োগে পদদলনের মতো পরিস্থিতি
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৯ অপরাহ্ন

এয়ার ইন্ডিয়ায় নিয়োগ নিয়ে পদদলনের মতো পরিস্থিতি সৃষ্টি হয় মুম্বইয়ে। গতকাল সেখানে ‘এয়ারপোর্ট লোডার’ পদে ৬০০ মানুষ নিয়োগ করার খবরে আবেদনকারীর সংখ্যা ছাড়িয়ে যায় ২৫ হাজার। তারা কার আগে কে সামনে অগ্রসর হবেন তা নিয়েই সৃষ্টি হয় এ পরিস্থিতি। এ সময় এয়ার ইন্ডিয়ার স্টাফদের প্রচণ্ড বেগ পেতে হয় এই ভিড় সামাল দিতে। এ বিষয়ে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, আবেদনকারীরা একজন অন্যজনের ওপর দিয়ে কাউন্টারে পৌঁছার চেষ্টা করছেন। খাদ্য ও পানি ছাড়া তারা ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করছিলেন। এর ওপর এমন চাপে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এয়ারপোর্ট লোডারদের কাজ হলো যাত্রীদের লাগেজ লোড-আনলোড করা ও ব্যাগেজ বেল্টের ওপর উঠানো। ট্রাক্টরে তা পরিচালনা করা। প্রতিটি বিমানে লাগেজ পরিচালনা করা, খাদ্য সরবরাহ দেয়ার জন্য কমপক্ষে ৫ জন করে লোডার প্রয়োজন হয়। এর বিনিময়ে মাসে বেতন ২০ হাজার থেকে ২৫ হাজার রুপি। তবে ওভারটাইম করে কেউ কেউ ৩০ হাজার রুপি পর্যন্ত উপার্জন করেন। এসব কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা একেবারে বেসিক পর্যায়ের। তবে প্রার্থীকে শারীরিকভাবে শক্তিশালী হতে হয়। এই চাকরির আশায় বুলধানা জেলা থেকে গিয়েছিলেন প্রথামেশ্বর। তিনি কমপক্ষে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাক্ষাৎকার দিতে উপস্থিত হন। বলেন, আমি ‘হ্যান্ডিম্যান’ কাজের জন্য আবেদন করতে এসেছি। তারা ২২,৫০০ রুপি বেতন প্রস্তাব করেছে। প্রথমেশ্বর দ্বিতীয় বর্ষের বিবিএর শিক্ষার্থী। চাকরি পেলে পড়ালেখা ছেড়ে দেবেন কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কি করবো? এত বেকার দেশে। আমি সরকারের প্রতি আহ্বান জানাই আরও কর্মসংস্থান সৃষ্টি করতে। আরেকজন প্রার্থী বিএ ডিগ্রিধারী। বলেন, লোডার পদের কাজ কি তিনি জানেন না, তবে কাজটা তার খুব দরকার। আরেকজন প্রার্থী রাজস্থানের আলওয়ার থেকে মুম্বই গিয়েছেন এই চাকরির আশায়। তার এমকম ডিগ্রি আছে। তিনি বলেন, সরকারি চাকরির জন্যও প্রস্তুতি নিচ্ছি। একজন আমাকে বলেছেন, এখানে বেতন ভাল। তাই এসেছি।