বিশ্বজমিন
ওয়ান-ম্যান মিশন
পরিকল্পনা ছাড়াই শান্তি পরিকল্পনায় ভিক্টর অরবান
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

নিজস্ব কোনো শান্তি পরিকল্পনা নেই। তবু হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গত দুই সপ্তাহ ম্যারাথন সফর দিয়েছেন। কিয়েভ থেকে মস্কো, আজারবাইজান, বেইজিং, ওয়াশিংটন এমনকি ফ্লোরিডার মার-এ-লাগো পর্যন্ত ছুটে বেরিয়েছেন তিনি। এটাকে অভিহিত করা হচ্ছে ওয়ান-ম্যান মিশন বা এক ব্যক্তির মিশন হিসেবে। তার এই মিশন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, ফেসবুকে প্রায়দিনই তিনি ভিডিও পোস্ট করে দাবি করছেন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আপনা-আপনি বন্ধ হয়ে শান্তি ফিরবে না। কাউকে না কাউকে তা আনতে হবে। কিন্তু তাকে তিক্তভাবে আক্রমণ করেছে ব্রাসেলস এবং ওয়াশিংটন। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের নীতি এবং ন্যাটোর একতা লঙ্ঘন করেছেন বলে সমালোচনা করছেন নেতারা। তিনি নিয়ম ভেঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অল্প কিছু মানুষ মনে করেন তার কেন্দ্রীয় প্রতিশ্রুতি হলো- পিসমেকার ছাড়া শান্তি আসবে না। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক তাকে পুতিনের হাতের খেলনায় পরিণত করবে। হাঙ্গেরির ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, একটি ডেডলাইন থেকে যুদ্ধবিরতি শুরু হতে হবে।
তিনি কিয়েভে জেলেনস্কির ও মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাতের মাঝে বুদাপেস্টে সংক্ষিপ্ত সময়ের জন্য থামেন। তখন হাঙ্গেরির একটি রেডিওকে তিনি বলেন, কারো পক্ষে আমি আলোচনা বা সংলাপ করছি না। উল্লেখ্য, আগামী ৬ মাসের জন্য পর্যায়ক্রমিক নিয়ম অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্সি পেয়েছে হাঙ্গেরি। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর প্রথম কোনো ইউরোপিয়ান ইউনিয়নের নেতা হিসেবে রাশিয়া সফর করলেন তিনি। তার এই ক্রেমলিন সফরে পরিষ্কারভাবে ক্ষুব্ধ হয়েছেন ইউরোপিয়ান অংশীদাররা। ইউরোপের ২৭ দেশের সংগঠন ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিচেল। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে পর্যায়ক্রমিক কোনো প্রেসিডেন্সিকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার ম্যান্ডেট দেয়া হয়নি। এছাড়া ওয়াশিংটনে ন্যাটো সামিটে পৌঁছার পর তিনি সাক্ষাত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের সাথে। যেন তিনি একজনই ব্যক্তি রাশিয়া এবং ইউক্রেন চুক্তি দেখাশোনা করছেন।