ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

একজন ডাক্তার দিয়ে চলছে জিনজিরার হাসপাতালটি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, শনিবার
mzamin

ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নে ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে একটি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করা হয়। পরবর্তীতে এটা ২০ শয্যা হাসপাতাল করা হয়। ভালোই চলছিল হাসপাতালটি। এলাকার জনগণ পাচ্ছিল ভালো সেবা। তবে বর্তমানে এই হাসপাতালটি একজন ডাক্তার, দুইজন নার্স, একজন স্টোরকিপার ও একজন এমএলএস দিয়ে চলছে হাসপাতালের সেবা। বহির্বিভাগ চালু থাকলেও অন্দর বিভাগ বন্ধ হয়ে গেছে। কেরানীগঞ্জের জিনজিরা এলাকা একটি জনবহুল হওয়ায় এই হাসপাতালে প্রত্যেক দিন দুই থেকে তিনশ’ রোগী আসে এবং এই জনবল দিয়ে এই রোগীদের সেবা দেয়া হয়। ভুক্তভোগী রোগী রহিমা (৭০) জানান, একজন ডাক্তার থাকায় তাদের ডাক্তার দেখানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। যদি ডাক্তারের সংখ্যা বাড়ানো হয় তবে তারা সহজে সেবা পেতে পারেন। এমএলএস শাহিদা আক্তার জানান, তিনি এমএলএস এর কাজ করলেও পাশাপাশি করণিকের কাজ করেন। কারণ এখানে টিকিট লেখার লোক নাই। তাই তিনি এই কাজ করে আনন্দ পান এবং জনগণকে সেবা দেন। স্টোরকিপার মোখলেসুর রহমান একইসঙ্গে দুটি দায়িত্ব পালন করেন। 

সে ফার্মাসিস্ট হিসেবেও এই হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছেন। নাপা প্যারাসিটামল ও অন্যান্য কিছু ওষুধ সরবরাহ থাকে সেগুলো তারা রোগীদের মধ্যে দেন। তবে বছর শেষে অনেক সময় ওষুধের সংকট দেখা দেয়। তবে অত্যন্ত পরিতাপের বিষয় এই হাসপাতালে কোনো ক্লিনার ও কুক না থাকায় হাসপাতালের পরিবেশ তেমন একটা ভালো রাখা যাচ্ছে না। ২০১৮ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এই জিনজিরা হাসপাতালটি পরিদর্শন করেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন হাসপাতালে লোকবল ও অন্যান্য যত সরঞ্জামাদি প্রয়োজন দিবেন। তবে তা আশ্বাসই ছিল বাস্তবে তার কোনো কিছুই পাওয়া যায়নি। অপরদিকে বাংলাদেশের উপজেলা পর্যায়ে কোনো হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা না থাকলেও কেরানীগঞ্জের সৃষ্ট হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। লোকবলের অভাবে এবং অন্দর বিভাগ চালু না থাকায় এই কার্যক্রম পুরোটাই বন্ধ। তাই দীর্ঘদিন অক্সিজেন সেবা বন্ধ থাকলে এই অক্সিজেন দিয়ে সেবা করার ব্যবস্থাটি অকেজো হয়ে যেতে পারে বললেন সিনিয়র নার্স চিত্রা রানী।

 এ ব্যাপারে জিনজিরা হাসপাতালে আর এম ও ডাক্তার মাহফুজা ইয়াসমিন জানান, লোকবলের অভাবে এই হাসপাতালে রোগীদের ভালো সেবা দেয়া যাচ্ছে না। চাহিদামতো ডাক্তার, নার্স ও ক্লিনার কোনোটাই নাই এই হাসপাতালে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ জানান, বর্তমানে সরকার নতুন একটি স্বাস্থ্য কাঠামো তৈরি করেছেন এই কাঠামো বাস্তবায়ন হলে সব হাসপাতালে চাহিদামতো ডাক্তার নার্স দেয়া যাবে এবং এর ফলশ্রুতিতে জিনজিরা হাসপাতালেও চাহিদামতো ডাক্তার-নার্স অন্যান্য কর্মচারী দেয়া হবে। তখন জিনজিরা হাসপাতালটি একটি পরিপূর্ণ হাসপাতালের লোকবল পাবে। এলাকাবাসীদের দাবি জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালু হলে তারা সমস্ত সেবা পাবেন। এজন্য তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি যাতে খুব দ্রুত এই হাসপাতালের প্রয়োজনীয় জনবল সরবরাহ করা হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status