বিশ্বজমিন
রাশিয়ায় পা রাখলেই গ্রেপ্তার হবেন নাভলনির স্ত্রী
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১০ জুলাই ২০২৪, বুধবার, ৩:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

এবার রাশিয়ার সরকারবিরোধী প্রয়াত নেতা অ্যালেক্স নাভালনির স্ত্রীকে দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মস্কোর একটি আদালত। ‘চরমপন্থী সংগঠনের’ সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার ইউলিয়া নাভালনায়াকে এই কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, বর্তমানে নির্বাসনে রয়েছেন নাভালনায়া। একটি ‘চরমপন্থী’ গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে আদালত। এই সিদ্ধান্তের অর্থ হল সে দেশে পা রাখলেই তাকে গ্রেপ্তার করবে রাশিয়ার পুলিশ। অ্যালেক্স নাভালনির মৃত্যুর পর প্রথম আলোচনায় আসেন তার ৪৭ বছর বয়সী স্ত্রী নাভালনায়া। স্বামীর মৃত্যুর পর নাভালনায়া রাশিয়ার ভবিষ্যৎ সুন্দর করতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেছিলেন। মঙ্গলবার এক্সের এক বার্তায় নাভালনায়া তার সমর্থকদের রুশ আদলতের আদেশে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। সমর্থকদের তিনি বলেন, আদালতের আদেশ নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধের দিকে মনোনিবেশ করুন।
ওই এক্স বার্তায় পুতিনকে খুনি আখ্যা দিয়েছেন নাভালনায়া। এক্সে তিনি লেখেন, আপনারা যখন আদালতের বিষয়ে কিছু লিখবেন তখন দয়া করে মূল বিষয়টি লিখতে ভুলবেন না, সেটি হচ্ছে- পুতিন একজন ‘খুনি এবং যুদ্ধাপরাধী।’ পুতিনকে উদ্দেশ্য করে নাভালনায় আরও লিখেছেন, তার স্থান কারাগারে এবং হেগের কোথাও নয়। সেটি হচ্ছে টিভি সহ একটি আরামদায়ক ২ বাই ৩ মিটার সেল যেখানি পুতিন অ্যালেক্সিকে হত্যা করেছিলেন।
গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ কারাবন্দী অবস্থায় অ্যালেক্সি নাভালনির মৃত্যুর খবর প্রকাশিত হয়। কারাগার থেকে দেওয়া সনদে তার স্বাভাবিক মৃত্যু হওয়ার কথা বলা হলেও নাভালনায়ার দাবি, পুতিনের নির্দেশে তার স্বামীকে হত্যা করা হয়েছে। গত মার্চে স্বামীর শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে পারেননি নাভালনায়া। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।