বিশ্বজমিন
রাহুল গান্ধীর বাসভবনে নিরাপত্তা জোরদার
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ৪ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৭ অপরাহ্ন
কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। উগ্র ডানপন্থিরা সেখানে সমবেত হয়ে বিশৃংখলা সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা খবরের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রাহুল গান্ধীর বাসভবনের বাইরে মোতায়েন করা হয়েছে এক প্লাটুন আধাসামরিক বাহিনীর সদস্য ও স্থানীয় পুলিশ। এর আগে সোমবার লোকসভায় ‘স্যাফ্রন পার্টি’র বিরুদ্ধে রাহুল গান্ধীর বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল হয়। এর প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সন্দেহ করে যে, হাতে প্লাকার্ড বা হোর্ডিংসহ রাহুলের বাসভবনের বাইরে জড়ো হতে পারে উগ্র ডানপন্থিরা।
এমন অবস্থায় স্থানীয় পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। ২৪ ঘন্টা সেখানে নজরদারি করতে বলা হয়েছে। উল্লেখ্য, রাহুল গান্ধী জেড প্লাস নিরাপত্তা পান। সঙ্গে পান এডভান্সড সিকিউরিটি লিয়াজো ক্যাটেগরির নিরাপত্তা। বুধবার দিল্লি বিজেপির নেতারা ও কর্মীরা রাহুল গান্ধীর বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা জয়সালমির হাউজের কাছে সমবেত হন এবং আকবর রোডে অবস্থিত কংগ্রেসের প্রধান কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।