দেশ বিদেশ
ভূমিধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সহযোগিতা বৃদ্ধি করছে জাতিসংঘ
মানবজমিন ডেস্ক
২৩ জুন ২০২৪, রবিবারকক্সবাজারে বুধবার ভূমিধসে ক্ষতিগ্রস্ত প্রায় আট হাজার রোহিঙ্গা শরণার্থীকে সহযোগিতা বৃদ্ধি করতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের অফিস। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে, ভূমিধসে নিহত হয়েছেন সাতজন রোহিঙ্গা শরণার্থী। প্রায় ১২০০ শরণার্থীর আবাসন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০০০ শরণার্থী। বাস্তুচ্যুতদের পুনর্বাসন অথবা ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে এরই মধ্যে টিম পাঠিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর। সংস্থাটি দাতাদের কাছে জরুরি অর্থ দানের আহ্বান জানিয়েছে। তাতে বলা হয়েছে, তহবিল একেবারে কমে গেছে। এতে রোহিঙ্গাদের ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তারা আরও বলেছে, বাংলাদেশে অবস্থানরত এসব শরণার্থীর জন্য এ বছর প্রয়োজন ২৭ কোটি ৫০ লাখ ডলার। কিন্তু এখন পর্যন্ত এই তহবিলের শতকরা মাত্র ২৫ ভাগ তাদের হাতে আছে।