ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিনোদন

শাকিব খানের 'তুফান'-এর দখলে ১২৯ প্রেক্ষাগৃহ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১৭ জুন ২০২৪, সোমবার, ১০:৩৭ পূর্বাহ্ন

mzamin

সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা  'তুফান'। এই সিনেমাটিই অধিকাংশ প্রেক্ষাগৃহ দখল করে নিয়েছে এই ঈদে। ঈদ উপলক্ষে মোট ৫ টি সিনেমা মুক্তি পাচ্ছে আজ। এরমধ্যে 'তুফান' একাই দখল করেছে ১২৯ প্রেক্ষাগৃহ। এরপর সর্বোচ্চ ১৫ টি হল পেয়েছে এমডি ইকবাল পরিচালিত ও রোশান-বুবলী অভিনীত 'রিভেঞ্জ'। রায়হান রাফী পরিচালিত 'তুফান' এ শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ওপার বাংলার মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহিদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, গাজি রাকায়েত প্রমুখ। ‘তুফান’ ছবির হল লিস্ট-এ দেখা যায়, সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমাস ছাড়াও বাংলাদেশের প্রায় সব বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে ছবিটির দখলে। এরমধ্যে দেশের বড় মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে জানায়, তাদের সবগুলো শাখায় ঈদের দিন ১৭টি শো চলবে এবং পরদিন থেকে চলবে ২৩ শো। এরমধ্যে সব শাখাতেই প্রথমদিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। পোস্টার, টিজার  ও গান দিয়ে উন্মাদনা তৈরির পর শনিবার রাতে ট্রেলার প্রকাশ করে প্রত্যাশার পারদ আরও বাড়িয়েছে শাকিবের ‘তুফান’।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status