বিশ্বজমিন
আইফোনে এআই প্রযুক্তি একীভূত করলে নিজের সকল প্রতিষ্ঠানে অ্যাপল ডিভাইস নিষিদ্ধের হুমকি মাস্কের
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ১১ জুন ২০২৪, মঙ্গলবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৭ অপরাহ্ন

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি একীভূত করলে নিজের প্রতিষ্ঠানে অ্যাপল ডিভাইস নিষিদ্ধের হুমকি দিয়েছেন ইলন মাস্ক। সোমবার নিজের এক্সের এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন এই বিলিয়নিয়ার। রয়টার্সকে উদ্বৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। খবরে বলা হয়েছে, ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের ব্যবস্থাপনা পরিচালক ইলন মাস্ক সোমবার তার এক্সের বার্তায় বলেছেন, যদি অ্যাপল আইফোনে এআই প্রযুক্তি একীভূত করে তাহলে নিজের সকল প্রতিষ্ঠানে অ্যাপলের সকল ডিভাইস নিষিদ্ধ করা হবে। এছাড়া আইফোনে ওপেনএআই প্রযুক্তি একীভূত করণকে একটি অগ্রহণযোগ্য নিরাপত্তা লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মাস্ক। তবে অ্যাপল এবং ওপেনএআই কেউই রয়টার্সের অনুরোধে মাস্কের প্রতিক্রিয়ার কোনো জবাব দেননি।
সম্প্রতি অ্যাপেল তার অ্যাপসে এআই এবং চ্যাটজিপিটি প্রযুক্তি একীভূত করার ঘোষণা দিলে প্রতিষ্ঠানটিকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক। অ্যাপল বলেছে, ক্লাউড কম্পিউটিং এর সংমিশ্রণে তাদের ডিভাইসগুলোকে আরো শক্তিশালী করতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। এছাড়া ওপেনএআইয়ের মাধ্যমে ডিভাইসের সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষা করতেও এমন পদক্ষেপের কথা জানিয়েছে অ্যাপেল। তবে এ বিষয়টি স্পষ্টতই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন মাস্ক। তিনি বলেছেন, অ্যাপল নিজে এআই তৈরি করতে এখনও যথেষ্ট সক্ষম নয়, তারা যেকোনোভাবে এআইয়ের মাধ্যমে নিজেদের সুরক্ষার কথা বলছে। আমি মনে করি এটি স্পষ্টতই অযৌক্তিক।