বিশ্বজমিন
আফগানিস্তানে বন্যায় নারী ও শিশুসহ ১৬ জনের প্রাণহানি
মানবজমিন ডেস্ক
(৭ মাস আগে) ২৭ মে ২০২৪, সোমবার, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৭ অপরাহ্ন
আফগানিস্তানের বাঘলান ও বাদাখশান প্রদেশে শক্তিশালী বন্যায় নারী ও শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বন্যায় ওসব অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাদাখশান প্রদেশের দান্দ-ই-ঘোরি, দোশি, পুল-ই-খুমরি এবং মোরচাক গ্রাম। এছাড়া প্রদেশটির অন্যান্য এলাকাও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
বাঘলান প্রদেশের পুলিশ কমিশনার প্রধান আব্দুল গাফুর খাদেম বলেছেন, গত রাতে একটি শক্তিশালী বন্যা হয়েছে। এতে বাঘলান প্রদেশের দোশি অঞ্চলের লারখাব এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এরমধ্যে তিন শিশু এবং এক নারী রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। এছাড়া এসব অঞ্চলের তিন শতাধিক বসতবাড়ি বন্যার পানিতে প্রায় ধ্বংস হয়ে গেছে।
বাদাখশান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ কামগর বলেছেন, এই বন্যায় ওই শহরে একই পরিবারের ১০ জন এবং অন্য আরেকজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া সেখানের স্থানীয়রা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন। অনেকের গৃহস্থালি জিনিস পত্র বন্যার পানিতে ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।
একটি বিষয় পরিস্কার নয় স্থানীয় ভাবে বৃষ্টির ফলে বন্যা না কি (ফ্লাস ফ্লাড) বহিরাগত উজানের পানি প্লাবিত করেছে এলাকা ।