অর্থ-বাণিজ্য
অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান সম্পাদক আইনুল ইসলাম
অর্থনৈতিক রিপোর্টার
(৬ মাস আগে) ২৫ মে ২০২৪, শনিবার, ৬:৩১ অপরাহ্ন
বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২২তম দ্বিবার্ষিক সম্মেলন ২০২৪ শেষ হয়েছে। সম্প্রতি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সভা ও কার্যনির্বাহক কমিটির নির্বাচনের মধ্য দিয়ে সারা দেশের প্রায় চার হাজার পেশাজীবী অর্থনীতিবিদের এই সম্মেলন সমাপ্ত হয়। কার্যনির্বাহক কমিটির নির্বাচনে ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের প্যানেল সভাপতি সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৭টি পদ লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। নতুন কমিটি আগামী দুুই বছরের (২০২৪-২০২৬) জন্য দায়িত্ব পালন করবে।
নির্বাচনে জয়ী অন্যারা হলেন- সহসভাপতি যথাক্রমে ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ, এ জেড এম সালেহ্, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি (স্বতন্ত্র) ও মো. মোস্তাফিজুর রহমান সরদার। কোষাধ্যক্ষ বদরুল মুনির। যুগ্মসম্পাদক শেখ আলী আহমেদ টুটুল, মোহাম্মদ আকবর কবীর। সহসম্পাদক নেছার আহমেদ, মনছুর এম ওয়াই চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, পার্থ সারথী ঘোষ ও সৈয়দ এসরারুল হক সোপেন। সদস্য অধ্যাপক ড. আবুল বারকাত (গঠনতন্ত্র বলে), অধ্যাপক হান্নানা বেগম, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম সিকদার, অধ্যাপক শাহানারা বেগম, ড. নাজমুল ইসলাম, ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক মো. আখতারুজ্জামান খান ও খোরশেদুল আলম কাদেরী।