ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আজিজ ও বেনজীর প্রসঙ্গে দুদু

যেই বিপদে পড়েছে সরকার মই কেড়ে নিয়েছে

স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৪, শনিবার

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যেই চাকরি থেকে গেছে, যেই বিপদে পড়েছে, সরকার মই কেড়ে নিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, একসময়ে আপনার সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন, ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। তার মাধ্যমে আপনি ২০১৮ সালে নদী পার হয়েছিলেন। আপনার এক সময়ের পুলিশপ্রধান বেনজীর আহমেদ তার যে বিপদ, কোর্ট যে তার সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার জন্য বলেছেন, তারও আপনি শুধু সমর্থকই ছিলেন, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। যেই চাকরি থেকে গেছে, যেই বিপদে পড়েছে, সেই আপনি মই কেড়ে নিয়েছেন। সরকার বিপদে আছে মন্তব্য করে তিনি বলেন, এতটাই বিপদে যে, বৃহস্পতিবার দখলদার প্রধানমন্ত্রী সাদা চামড়ার প্রসঙ্গ এনে যে কথা বলেছেন, এটা মারাত্মক কথা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে স্পষ্ট করে বিবৃতি দেয়ার জন্য দাবি জানাচ্ছি। সাদা চামড়া বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? ইতিমধ্যে দেশের রাস্তা-ঘাট-বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন। আপনি (প্রধানমন্ত্রী) নিজেও স্বীকার করেছেন, ভারতকে এমন কিছু দিয়েছেন যা তারা ভুলতে পারবে না। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন?
এ প্রসঙ্গে দুদু আরও বলেন, কে আপনার কাছে দাবি করেছেন, আজ সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে- এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে কী থাকবে না, সেটা দেখা দিয়েছে। গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status